শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৫ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জিততে হলে শেষ ওভারে ৪ রান করতে হতো। উইকেটে ছিলেন ১৫ বলে ২০ রান করা সাদিয়া আক্তার ও ৪ বলে ৮ রান করা হাবিবা ইসলাম পিংকি। তবে ৬ বলে ৪ রানের সমীকরণ মেলাতে গিয়ে প্রথম বলেই আউট হয়েছেন সাদিয়া। বাঁহাতি স্পিনার টিলি কোর্টিন কোলম্যানের বলে রান আউট হয়েছেন তরুণ এই ব্যাটার। - ক্রিকফ্রেঞ্জি

পরের চার বল থেকে এসেছে মাত্র ২ রান। জিততে হলে শেষ বলে তাই এক রান করতে হতো বাংলাদেশের মেয়েদের। হাবিবা রান আউট হয়ে যাওয়ায় ১১৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অল আউট হয় ১১৩ রানে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে আগে ব্যাটিং করে এক ওভারে ১১ রান তোলে সুমাইয়া আক্তারের দল। 

এমন পুঁজিতে ৩ বলে ৮ রান নিয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন সাদিয়া। ১২ রানের লক্ষ্য তাড়ায় হাবিবার বিপক্ষে ৯ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ডের মেয়েরা। ফলে সুপার ওভারে ইংল্যান্ডকে ২ রানে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।

কুয়ালালামপুরে জয়ের জন্য ১১৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়ের। ইনিংসের পঞ্চম ওভারে ১৪ রানে প্রথম উইকেট হারায় তারা। রান আউট হয়ে ফেরেন পাঁচ বলেও রানের খুলতে না পারায় মোসাম্মত ইভা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আউট হয়েছেন সুমাইয়া আক্তার সুবর্ণা। প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫ রান তোলে বাংলাদেশ। ওপেনার ফাহমিদা ছোঁয়া অনেকটা সময় টিকে থাকলেও দ্রুত রান তুলতে পারেননি। 

দাভিনা পেরিনের বলে ফেরার আগে ৩১ বলে ১৩ রান করেছেন ফাহমিদা। দলের রান পঞ্চাশ পার হওয়ার পর সাজঘরে ফিরেছেন জুয়াইরিয়া ফেরদৌস। ১৭ বলে ২০ রানের ইনিংস খেলে পেরিনের বলে কেটি জোনসের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। অধিনায়ক আফিয়া আশিমা ইরা ১২ রান করে আউট হয়েছেন ফোবি ব্রেটের বলে। পরবর্তীতে সাদিয়া ইসলামের ১৬, সাদিয়া আক্তারের ২০ এবং হাবিবের ১০ রানের পরও ১১৩ রানে অল আউট হয় বাংলাদেশ।

এর আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রানের পুঁজি গড়ে ইংল্যান্ডের মেয়েরা। তাদের হয়ে সবচেয়ে বেশি ২৮ রান করেছেন প্রিশা থানাওয়ালা। এ ছাড়া কোলম্যান ২৩, আমু সুরেনকুমার ১৬, পেরিন ১৫ এবং জোনস করেছেন ১৪ রান। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন আনিসা আক্তার সোবা আর দুটি উইকেট পেয়েছেন ফাহমিদা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়