শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আওয়ামী লীগ ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিলো : মির্জা ফখরুল

মনিরুল ইসলাম  : দেশের ক্রীড়াঙ্গনকে ‘অরাজনৈতিক ঐক্য’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।শুক্রবার বিকালে মীরপুরের পল্লবী সিটি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ জিয়া আন্ত:থানা ফুটবল টূর্ণামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশ শাসন করে সমস্ত প্রতিষ্ঠাগুলোকে নষ্ট করে দিয়েছে… এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এই ক্রীড়াঙ্গনকে কোনদিন ইতিপূর্বে কখনোই দলীয়করণ করা হয়নি… তারা এটাকে দলীয়করণ করেছিলো। যার ফলে আমরা পত্র-পত্রিকায় দেখেছি, যেসমস্ত ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়রা ছিলো তারা বাংলাদেশে সুযোগ পায় নাই। আমি আজকে রাজনীতির কথা বলব না। আমাদের নতুন যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের সবচেয়ে বেশি দরকার একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি দরকার,  সেই সুযোগ সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসে।

ফখরুল বলেন, ‘‘ আমাদের এই দেশের তরুন যুবকেরা, মানুষেরা ক্রিকেটের ভক্ত হয়েছে ইদানিংকালে। কিন্তু একটা সময় ছিলো যখন ফুটবল ছিলো জনগনের প্রিয় খেলা। আমাদের আজকে যিনি সভাপতিত্ব করছেন তিনি একজন জাতীয় দলের ফুটবলার অধিনায়ক ছিলেন। আমি মনে করি একজন খেলোয়াড় যিনি রাজনীতিতে এসেছে এতে রাজনীতি সমৃদ্ধ হবে।

কারণ খেলোয়াড়রা যদি রাজনীতিতে যুক্ত থাকেন তাহলে সমাজ উপকৃত হয়। খেলোয়াড়দের মন হয় উদার, মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশ্যও এটি… মাদকপথ পরিহার করে যুব ও তরুণ সমাজ খেলাধুলায় মনোযোগী হবে।”

ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকোর বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে তার বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে যে উৎকর্ষতা সাধিত হয়েছে তার ভিত্তি কোকোর হাত ধরেই হয়েছে।

বেলুন ও এক ঝাঁক সাদা কবুতর উড়িয়ে এই ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী করেন বিএনপি মহাসচিব। তিনি প্রথম খেলার দল ‘দক্ষিন খান থানা ও পল্লবী থানা’র খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাদী আমিন, মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামানসহ উত্তরের নেতৃ্বৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়