শিরোনাম
◈ তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: আপিল বিভাগে তথ্য-প্রমাণ দাখিল ◈ ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান ◈ ‌‘ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে’ ◈ জোবাইদা রহমান বিএনপির নেতৃত্বে আসবেন, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? ◈ গোপনে পাকিস্তানি নারীকে বিয়ে, ভিসা লঙ্ঘনে চাকরি গেল ভারতীয় জওয়ানের! ◈ ৮০০ ডলারের নিচের পণ্যে শুল্ক বসাল ট্রাম্প, চাপে তেমু-শেয়েন, বিপাকে ডিজিটাল বিজ্ঞাপন বাজার ◈ "নির্বাচনে ব্যবহার না হলেও দেড় লাখ ইভিএমের ভবিষ্যৎ অনিশ্চিত, হস্তান্তর প্রক্রিয়াও ঝুলে আছে" ◈ এবার পা‌কিস্তা‌নে আই‌পিএল সম্প্রচার নি‌ষিদ্ধ ◈ ইং‌লিশ লি‌গে হে‌রেই গে‌লো আর্সেনাল ◈ টানা ১৪ বারের মতো জয় পেল সিঙ্গাপুরের পিএপি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৪ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফেডারেশন কাপে আবাহনীর জয়, মোহামেডান হারলো রহমতগঞ্জের কাছে

নিজস্ব প্রতিবেদক: ক’দিন আগে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফেডারেশন কাপে জয়ের শুভ সূচনা করেছিলো ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। একই পথে হাটলো ঢাকা আবাহনীও। তারা চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ফেডকাপে শুভ সূচনা করে। একই দিনে মোহামেডান নিজেদের দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জের কাছে ১-০ ব্যবধানে হেরে  গেছে। 

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকেই চট্টগ্রাম আবাহনীর ওপর আধিপত্য বিস্তার করে ঢাকা আবাহনী। তার ফলও পায় ম্যাচের ১৭ মিনিটে। তবে আবাহনীর প্রথম গোল নিয়ে বেশ নাটক হয়। ইমনের হেড দূরের পোস্টে লেগে গোললাইন অতিক্রম করে। কিন্তু সে সময়ই বলটা ক্লিয়ার করেন চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডার।

আবাহনী গোলের দাবি করলে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। পরে প্রায় ৮ মিনিট পর রেফারি গোলের বাঁশি বাজান। বিরতিতে যাওয়ার আগে আরেকবার ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় আবাহনী। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ইব্রাহিমের নিচু শটকে জালে জড়াতে দেননি চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক।

সে যাত্রায় পারলেও শেষ দিকে দলকে বাঁচাতে পারেননি চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক। ৭৬ মিনিটে আবহনীকে দ্বিতীয় গোল এনে দেন ইব্রাহিম। আর অন্য গোলটি করেন ইয়াসিন।

অন্যদিকে ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান। পুরো ম্যাচে দাপট দেখালেও শেষ দিকে রহমতগঞ্জের কাছে গোল হজম করে তারা। ৮২ মিনিটে রহমতগঞ্জের জয়সূচক গোলটি করেন রাজন হাওলাদার। গোল শোধ দেওয়ার বিপরীতে উল্টো শেষ দিকে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়