শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:২২ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান

মাসুদ আলম : রোববার  আইএসপিআর জানায়, সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৪ এ চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গর্বিত সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে তাদের অসামান্য অর্জনের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক শনিবার  কক্সবাজারের ইনানিতে অবস্থিত বে ওয়াচে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 

সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পক্ষ হতে ক্রেস্ট, উপহার সামগ্রী এবং ১ কোটি টাকার চেক প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর  নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৪ এ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফাইনালে শক্তিশালী নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশাল এই অর্জনের পাশাপাশি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দুইজন কৃতী খেলোয়াড় এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় (ঋতুপর্ণা চাকমা) ও শ্রেষ্ঠ গোলকিপারের (রুপনা চাকমা) মর্যাদা পান।

প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, এই জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আগামীতে আরো এগিয়ে যেতে পারবে। ভবিষ্যতে শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় নয় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে নারী ফুটবলাররা। সেই সাথে সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ আসরে নারী ফুটবল দলের এই সাফল্য সার্বিকভাবে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ ও খেলোয়াড়গণ, অন্যান্য অতিথিবৃন্দ এবং  গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়