শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০২:১৮ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পৃথক ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা ক্রিকেটের লড়াইয়ে মাঠে নামছে

স্পোর্টস ডেস্ক: শিরোনাম দেখলে মনে হতে পারে ফুটবলে বিশ্বের দুই পরাশক্তি ভিন্ন ম্যাচে মাঠে নামছে। কিন্তু আলাদা ম্যাচ হলেও আর্জেন্টিনা ও ব্রাজিল এবার ক্রিকেটের লড়াই মাঠে নামছে।  ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্ব মাঠে গড়াতে যাচ্ছে। শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। যেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলসহ মোট ৯টি দল অংশগ্রহণ করবে। 

এই বাছাইপর্বে শীর্ষ তিনটি দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ হবে বারমুডা। একই দিনে ব্রাজিলও নিজেদের প্রথম ম্যাচে বাহামাসের বিরুদ্ধে মাঠে নামবে।

বিশেষ করে, ১৬ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, যেখানে আর্জেন্টিনার মাঠে, বুয়েন্স আয়ার্সের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে রাত সাড়ে ১১টায় খেলা হবে।  এটি প্রথমবার নয় যে, দক্ষিণ আমেরিকার এই দুই দেশ ক্রিকেটে মুখোমুখি হচ্ছে।

২০১৯ সালে সাউথ আমেরিকান ম্যানস চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ২৯ রানে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ বাছাই পর্বে ফের এই দুই দলের দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করবে।

উল্লেখ্য, ব্রাজিল ও আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেললেও, এই খেলাটি সেখানে তেমন জনপ্রিয়তা লাভ করেনি। তবে ২০১৮ সালে আইসিসি তাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা দেয়, যার ফলে এই দুই দেশও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মঞ্চে নিজেদের জায়গা পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়