শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৮:৪৬ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে দারুণ শুভসূচনা বাংলাদেশের

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে দারুণ শুভসূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: লড়াইয়ের চেষ্টা করেছিলো আফগানিস্তান। শেষ পর্যন্ত পেরে উঠলো না। টাইগার যুবাদের কাছে আত্মসমার্পন করতেই হলো তাদের। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ২২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৮৫ রানেই গুটিয়ে গেছে আফগান যুবারা।

টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তানের। শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি জাওয়াদ আবরার। তবে আরেক ওপেনার কালাম সিদ্দীকি খেলেছেন দারুণ। তিনে নামা তামিমের সাথে প্রথমে জুটি গড়েছেন তিনি। দুজনেই করেছেন দায়িত্বশীল ব্যাটিং। প্রথমে উইকেটে থিতু হওয়ার জন্য সময় নিয়েছেন তারা। গাজানফার-খাতিরদের বাজে বলের জন্য অপেক্ষা করেছেন তারা। আর সেটি পেলেই মেরেছেন বাউন্ডারি।

কালামকে ফিরিয়ে ১৪২ রানের জুটি ভাঙেন গাজানফার। প্যাভিলিয়নে ফেরার আগে কালামের ব্যাট থেকে এসেছে ১১০ বলে ৬৬ রান। কালাম ফেরার পরও দমে যাননি তামিম। তুলে নিয়েছেন টুর্নামেন্টে নিজের প্রথম সেঞ্চুরি। ছক্কা মেরে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন তামিম। বাংলাদেশের দ্বিতীয় প্লেয়ার হিসেবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেঞ্চুরি করলেন তিনি। এরপরের বলেই অবশ্য প্যাভিলিয়নে ফিরেছেন তামিম। বাঁহাতি এ ব্যাটার যখন আউট হন, তখন তার নামের পাশে ১৩৩ বলে ১০৩ রান।

শেষের দিকে প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি আর কেউ। ২২৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন আব্দুল আজিজ ও নুরিস্তানি ওমরজাই। ১টি করে উইকেট নিয়েছেন গাজানফার, খাতির স্ট্যানিকজাই ও নাসের খান।

রান তাড়ায় শুরুটা খুব একটা খারাপ করেনি আফগানিস্তান। দলীয় ২১ রানে ওপেনার উজাইরুল্লাহ নিয়াজাইকে হারালেও আফগানদের আশা দেখাচ্ছিলেন মাহবুব খান ও ফয়সাল খান। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৩ রান যোগ করেন তারা। ৫৩ বলে ১৬ রান করা মাহবুবকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রাফিউজ্জামান রাফি।

তবে লড়াই চালিয়ে গেছেন ফয়সাল খান। ৫৮ বলে তিনি ৫৮ রান করে ফিরলে টাইগারদের জয়ের স্বপ্ন চওড়া হয়। পরে আর আফগান ব্যাটাররা ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। টাইগার বোলারদের তোপের মুখে ১৮৫ রানেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন। দুটি উইকেট নিয়েছেন মারুফ মৃধা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়