শিরোনাম

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৪, ০২:২৬ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ২ কোটি ৬০ লাখ ডলারে বাড়ি কিনেছেন নেইমার, তবে কি গুঞ্জন সত্যি হতে চলেছে

চলতি মৌসুম শেষে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে নেইমার জুনিয়রের। ২০২৫ সালের জুনে ক্লাবটির সঙ্গে দু’বছরের চুক্তি পূর্ণ হবে ব্রাজিল তারকার। তার আগেই শুরু হয়েছে সেলেসাও ফরোয়ার্ডের দলবদল নিয়ে আলোচনা। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়ার কথা শোনা গেলেও আলোচনায় আছে ইন্টার মিয়ামিতে সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের সঙ্গে যোগ দেয়ার কথা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ২ কোটি ৬০ লাখ ডলারে বাড়ি কিনেছেন নেইমার। ফলে জোরালো হচ্ছে সাবেক বার্সা সতীর্থদের পুনর্মিলনীর আলোচনা। নেইমারের ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন দলটির কোচ জেরার্ডো মার্টিনো। তার মতে নেইমারের মিয়ামিতে যোগ দেয়ার সম্ভাবনা আছে আবার নেইও।

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘বর্তমানে মিয়ামিতে বাড়ি কিনলেই তার অর্থ দাঁড়ায় এখানে খেলতে আসা?’

অবশ্য আশার বাণীও শুনিয়েছেন, ‘মেসিসহ ছেলেরা এখানে আছে, যেকোনো কিছুই হতে পারে। আমি যা ভাবতে পারি না, সেটা হলো, যদি লিগ তার বেতনসীমার বিষয়ে আরও নমনীয় না হয়, তবে এটি কীভাবে সম্পন্ন হবে?’

‘বাস্তবতা হচ্ছে এমএলএসের নিয়ম বেশ কড়া এবং এগুলো ভাঙা যায় না। যদি না তারা নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। আজকের কথা চিন্তা করলে এটা অসম্ভব। ফলে এই আলোচনার কোনো ধারাবাহিকতা নেই।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়