শিরোনাম
◈ ঐকমত্য কমিশনকে ঐক্য ধরে রাখার আহ্বান ৫৩ নাগরিকের ◈ ৪১ বছর পর ওয়ানডে ক্রিকে‌টে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো নিউ‌জিল‌্যান্ড  ◈ ‌পিচ কিউরেটর গা‌মি‌নিকে প্রথ‌মে ক‌রে‌ছে মিরপুরছাড়া এবার তা‌কে দেশছাড়া করছে বিসিবি  ◈ এশিয়া কাপের ট্রফি দু'এক দি‌নের ম‌ধ্যে ভারতীয় বো‌র্ডে পৌঁছা‌বে, না এ‌লে বিকল্প ব‌্যবস্থা: বি‌সি‌সিআই স‌চিব ◈ ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যের দাম হবে ছয় বছরে সর্বনিম্ন: বিশ্বব্যাংক ◈ ‘আমার লোক তোমার লোক’ কালচার থেকে বিএনপি জামায়াতকে বের হতে হবে: আসিফ নজরুল ◈ ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২, আহত অনেকে ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: ইসি আনোয়ারুল ◈ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষে শিগগিরই চার্জশিট জমা দেয়া হবে: র‍্যাব ◈ এখন পর্যন্ত নির্বাচনে যত বাধা, সব সৃষ্টি করেছে জামায়াত: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০১:১২ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান ও খালেদকে পিটিয়ে ভারতের দ্রুততম অর্ধশতকের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: যশস্বী জয়সোয়াল ও রোহিত শর্মার তা-বে টেস্টে দ্রুততম দলীয় ফিফটির রেকর্ড গড়েছে ভারত। বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টের প্রথম ইনিংসে এই কীর্তি গড়েছেন এই দুই ওপেনার।

সোমবার ম্যাচের চতুর্থ দিন মাত্র ৩ ওভারে ৫০ রান পূর্ণ করে ভারত। ভেঙে দেয় গত জুলাইয়ে ইংল্যান্ডের গড়া রেকর্ড। নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ ওভার ২ বলে দলীয় ৫০ রান পূর্ণ করে ইংলিশরা।

হাসান মাহমুদের করা প্রথম ওভারে ব্যাটিং তা-বের শুরুটা করেন জয়সোয়াল। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পরপর তিনটি চার হাঁকিয়ে ১২ রান তোলেন এই বাঁহাতি ওপেনার।

প্রথমবারের মতো সিরিজে খেলতে নামা খালেদ আহমেদের পরের ওভারের শুরুটা পরপর দুই ছক্কা হাঁকিয়ে করেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটের ইতিহাসের চতুর্থ ব্যাটার হিসেবে নিজের খেলা প্রথম দুই বলে ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন ভারত অধিনায়ক। এই ওভার থেকে আসে মোট ১৭ রান।

তৃতীয় ওভারে হাসানের ওপর পালা করে ঝড় তোলেন রোহিত ও জয়সোয়াল। দ্বিতীয় বলে ছক্কা হাঁকানো রোহিত পরের বলে স্ট্রাইক দেন জয়সোয়ালকে। ওভারের শেষ তিন বলে ৬, ৪, ৪ হাঁকিয়ে দলীয় ফিফটি পূরণ করেন এই উদীয়মান ব্যাটার। এই ওভার থেকে আসে ২২ রান। আর প্রথম তিন ওভারে স্বাগতিকরা তোলে ৫১ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়