শিরোনাম
◈ পাকিস্তানের যে বিমান ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে! ◈ ভারতের আগ্রাসী আচরণ এবং উস্কানিমূলক বিবৃতি’! নিরাপত্তা পরিষদে নয়াদিল্লির বিরুদ্ধে নালিশ জানাচ্ছে পাকিস্তান ◈ স্প‌্যা‌নিশ লিগ, অ‌নেক ঘাম ফে‌লে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ পা‌কিস্তান সুপার লি‌গে রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচ হারল লাহোর ◈ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ করলো হেফাজত ◈ মুসলিমদের পক্ষে কথা বলায় ব্যাপক অপমানের শিকার স্বামী হারানো সেই হিমাংশী! ◈ গত ১৬ বছরেও ২০০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়নি, অথচ মাত্র কয়েক মাসে ২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, এটা কীভাবে সম্ভব: মাহফুজ আনাম ◈ বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ১৬টি ব্যাটালিয়ন ও ২ হেডকোয়ার্টার করবে বিএসএফ ◈ বাজেট ২০২৫-২৬: আকার কমিয়ে মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টা ◈ মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা ইতালির সঙ্গে

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৬ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরে ভাই এটা ভারত, পাকিস্তান নয়, বাংলাদেশ দলকে বাসিত আলীর খোঁচা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারের পর দুঃখের সাগরে ভাসছে পাকিস্তান। বিশেষ করে সাবেক ক্রিকেটাররা যেনো এ হার মেনে নিতে পারছেন না। ভারতের কাছে প্রথম টেস্ট হারের পর সাবেক ক্রিকেটার বাসিত আলি তো খোঁচাই মেরে দিলেন বাংলাদেশ দলটাকে। তিনি বলেছেন, এটা ভারত, পাকিস্তান নয়।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেন, শান্ত ২-০ ব্যবধানে ভারতকে হারানোর কথা বলেছিল। আরে ভাই, এটা পাকিস্তান নয়। পাকিস্তানে যারা রান করেছে, চেন্নাই টেস্টে তারা নিষ্প্রভ ছিল। জাকির ও সাদমানকে আরও বড় ইনিংস খেলতে হবে।

তিনি আরও বলেছেন, বাংলাদেশ-পাকিস্তানে যতটা পার্থক্য, ভারত-বাংলাদেশে ততটা পার্থক্য। টস জিতে কেন বোলিং নিয়েছিলেন? মনে রাখবেন, যে দল টেস্টের প্রথম দুই ঘণ্টার ফায়দা লুটতে চায়, তারা জিতবে না। শেষপর্যন্ত লড়াই করে জিততে হয়। ৫-৬ বছর আমি পাকিস্তানকে কোচিং করিয়েছি। কখনো টেস্টে টস জিতে বোলিং করতে দেইনি। এমন যদি হতো উইকেটে প্রচুর পরিমাণ ঘাস আছে।

বাসিত আলী বলেন, ৫ বোলার খেলানোর ফায়দা এবার বোঝা গেল। তারাই ম্যাচ উইনার। গম্ভীর কী বলেছিল মনে আছে? আমার ২০ উইকেট চাই। ভারতের উইকেট পড়েছে ১৪টি, বাংলাদেশের ২০টি। পার্থক্য বোঝা যাচ্ছে তো?
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা পাকিস্তানে দুর্দান্ত বল করেছে। হাসান ও তাসকিন প্রথম ইনিংসে বেশ ভালো বল করেছে। টপ ক্লাস বোলিংয়ে উইকেট নিয়েছে। দ্বিতীয় ইনিংসে দুজন মাত্র ১৩ ওভার করল, হয়তো ইনজুরির ভয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়