শিরোনাম
◈ পাকিস্তানের যে বিমান ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে! ◈ ভারতের আগ্রাসী আচরণ এবং উস্কানিমূলক বিবৃতি’! নিরাপত্তা পরিষদে নয়াদিল্লির বিরুদ্ধে নালিশ জানাচ্ছে পাকিস্তান ◈ স্প‌্যা‌নিশ লিগ, অ‌নেক ঘাম ফে‌লে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ পা‌কিস্তান সুপার লি‌গে রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচ হারল লাহোর ◈ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ করলো হেফাজত ◈ মুসলিমদের পক্ষে কথা বলায় ব্যাপক অপমানের শিকার স্বামী হারানো সেই হিমাংশী! ◈ গত ১৬ বছরেও ২০০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়নি, অথচ মাত্র কয়েক মাসে ২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, এটা কীভাবে সম্ভব: মাহফুজ আনাম ◈ বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ১৬টি ব্যাটালিয়ন ও ২ হেডকোয়ার্টার করবে বিএসএফ ◈ বাজেট ২০২৫-২৬: আকার কমিয়ে মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টা ◈ মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা ইতালির সঙ্গে

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুমি মালিঙ্গা হয়ে গেলে নাকি, সাকিবকে বললেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: তুমি মালিঙ্গা হয়েছো নাকি। একের পর এক ইয়োর্কার দিচ্ছো? চেন্নাই টেস্ট চলাকালীন সাকিবের সাথে এভাবেই খুনসুটিতে মাতলেন বিরাট কোহলি। চলতি টেস্টে সময়টা ভালো যায়নি কোহলি কিংবা সাকিবের। তবে দল ভালো অবস্থানে থাকায় বরাবরের মতো চাঙ্গা বিরাট। অন্যদিকে দুই ইনিংসেই বল হাতে ভরাডুবি সাকিবের।

দু’জনেই ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আইপিএল থেকে শুরু করে, আইসিসির ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ। মাঠে প্রায়ই মুখোমুখি হতে হয় বিরাট কোহলি ও সাকিব আল হাসানকে। চেন্নাই টেস্টেও মাঠে আছেন দু’দেশের দুই পোস্টার বয়। সাদা পোশাকে চিপকের সময়টা রাঙাতে ব্যর্থ দুজনেই, তবুও মাঠে খুনসুটিতে ঠিকই মাতলেন সাকিব-কোহলি।

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন বিরাট কোহলি। ১৫তম ওভারের শেষ দুই বলে কোহলিকে ব্যাক টু ব্যাক ফুলার ডেলিভারি করেন সাকিব। ওভার শেষে নন স্ট্রাইকিং এন্ডে আসেন কোহলি। সাকিব আসেন পিচের কাছাকাছি শর্ট মিডউইকেটে ফিল্ডিং করতে। সাকিব কে কাছে পেয়ে তখন কোহলি বলেন, তুমি আমার মাল্লি, মালিঙ্গা হয়েছো নাকি, ইয়োর্কারের পর ইয়োর্কার দিচ্ছো?

বুঝতে একটু দেরি হলেও, বোঝার পর হাসতে থাকেন সাকিব। ক্যারিয়ার জুড়ে ইয়োর্কার লেংথে বল করায় আলাদা খ্যাতি ছিলো লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। সে কারণেই মজা করে সাকিবকে মালিঙ্গা বলেন কোহলি। দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে ভিডিওটি। আর মাঠে কোহলির চাঙ্গা থাকার ব্যাপারেতো সবারই জানা।
চেন্নাই টেস্টে অবশ্য সাকিব ও কোহলির সময়টা ভালো কাটছেই না। দুই ইনিংসে ৬ ও ১৭ রানে আউট হয়েছেন কোহলি। সাকিব প্রথম ইনিংসে পেয়েছেন ৩২ রান। রিভার্স সুইপ করতে গিয়ে সাকিবের আউট হওয়াটাও বেশ সমালোচিত হয়েছে। বল হাতে দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করেও উইকেট শুন্য সাকিব, রান দিয়েছেন ওভার প্রতি ছয়েরও বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়