শিরোনাম
◈ পাকিস্তানের যে বিমান ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে! ◈ ভারতের আগ্রাসী আচরণ এবং উস্কানিমূলক বিবৃতি’! নিরাপত্তা পরিষদে নয়াদিল্লির বিরুদ্ধে নালিশ জানাচ্ছে পাকিস্তান ◈ স্প‌্যা‌নিশ লিগ, অ‌নেক ঘাম ফে‌লে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ পা‌কিস্তান সুপার লি‌গে রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচ হারল লাহোর ◈ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ করলো হেফাজত ◈ মুসলিমদের পক্ষে কথা বলায় ব্যাপক অপমানের শিকার স্বামী হারানো সেই হিমাংশী! ◈ গত ১৬ বছরেও ২০০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়নি, অথচ মাত্র কয়েক মাসে ২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, এটা কীভাবে সম্ভব: মাহফুজ আনাম ◈ বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ১৬টি ব্যাটালিয়ন ও ২ হেডকোয়ার্টার করবে বিএসএফ ◈ বাজেট ২০২৫-২৬: আকার কমিয়ে মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টা ◈ মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা ইতালির সঙ্গে

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ও পাকিস্তান নিয়ে অসহায় আইসিসি

স্পোর্টস ডেস্ক: এবার আইসিসির ইভেন্ট চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত সেই টুর্নামেন্টে খেলতে পাকিস্তানে যেতে রাজি নয়। আইসিসি যদিও এখন পর্যন্ত পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফি সরানোর কথা ভাবছে না।

১৯৯৬ সালের বিশ্বকাপের পর থেকে কোনও আইসিসি প্রতিযোগিতা পাকিস্তানে হয়নি। তাই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশেষভাবে উদগ্রীব। ভারতের জন্য বিশেষ ব্যবস্থা করতেও তৈরি পিসিবি। কিন্তু ভারত যদি সে দেশে খেলতে না যায় তা হলে প্রতিযোগিতা অন্য দেশে সরিয়ে দেয়ার কথা শোনা যাচ্ছিল। স্বাভাবিক ভাবেই যা মানতে নারাজ পিসিবি।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, আইসিসি কিছু দিনের মধ্যেই পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনায় বসবে। পাকিস্তান বোর্ডের তরফে যে সূচি প্রস্তাব করা হয়েছে, সেখানে ভারতের সব ম্যাচ লাহোরে রাখা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার ভারতের ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে রাজি হবে কি না তা স্পষ্ট নয়। 

আইসিসির প্রধান কার্যনির্বাহী জিয়ফ অ্যালার্ডিস বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডকে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে। সেই প্রতিযোগিতা অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও তথ্য আমাদের কাছে নেই।
গত বছর এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু দেশটিতে গিয়ে খেলার ছাড়পত্র পায়নি ভারতীয় ক্রিকেট দল। সেই জন্য ভারতের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কায়। ফাইনালও হয় দ্বীপরাষ্ট্রে। পাকিস্তান আয়োজক হলেও বেশির ভাগ ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। কিন্তু একই বছর ভারত ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতা খেলতে ভারতে এসেছিলেন বাবর আজমরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়