শিরোনাম
◈ পাকিস্তানের যে বিমান ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে! ◈ ভারতের আগ্রাসী আচরণ এবং উস্কানিমূলক বিবৃতি’! নিরাপত্তা পরিষদে নয়াদিল্লির বিরুদ্ধে নালিশ জানাচ্ছে পাকিস্তান ◈ স্প‌্যা‌নিশ লিগ, অ‌নেক ঘাম ফে‌লে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ পা‌কিস্তান সুপার লি‌গে রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচ হারল লাহোর ◈ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ করলো হেফাজত ◈ মুসলিমদের পক্ষে কথা বলায় ব্যাপক অপমানের শিকার স্বামী হারানো সেই হিমাংশী! ◈ গত ১৬ বছরেও ২০০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়নি, অথচ মাত্র কয়েক মাসে ২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, এটা কীভাবে সম্ভব: মাহফুজ আনাম ◈ বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ১৬টি ব্যাটালিয়ন ও ২ হেডকোয়ার্টার করবে বিএসএফ ◈ বাজেট ২০২৫-২৬: আকার কমিয়ে মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টা ◈ মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা ইতালির সঙ্গে

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে ভয় পায় না ভারত: কোচ গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ভারতের কোচ হিসেবে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হবে গৌতম গম্ভীরের। প্রথম প্রতিপক্ষ হিসেবে নাজমুল হোসেন শান্তর দলকে যথেষ্ট সম্মান দিচ্ছেন সাবেক এই বাঁহাতি ব্যাটার। পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করে আসা দলটিকে সমীহ করলেও তারা ভয় পাচ্ছে না বলে দাবি করছেন তিনি।

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়। এরপর দলটির নতুন কোচ হিসেবে আসেন গম্ভীর। তার অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। লঙ্কানদের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডেতে হেরেছে তারা।

বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়ে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে গম্ভীরের কোচিংয়ে প্রথমবারের মতো খেলতে নামবে রোহিত শর্মার দল। সাদা পোশাকের ক্রিকেটে ভারত কেমন খেলবে তা নিয়ে আলোচনাও হচ্ছে বেশ। বুধবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে গম্ভীর জানান নিজের কোচিং দর্শনের কথা।

দেখুন, আমি সব সময় বিশ্বাস করে এসেছি, সেটাই সেরা স্টাইল যে স্টাইলে খেললে দল জিতে। আমরা সেই দল হতে চাই যারা সব পরিস্থিতিতে মানিয়ে নেয় এবং দ্রুত সবকিছু রপ্ত করে। আমরা ম্যাচের অবস্থা ও কন্ডিশন বুঝে খেলতে চাই এবং উন্নতি করতে চাই।

আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি, আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকে সম্মান করি। নিজেদের শক্ত মানসিকতার কথা জানান দিয়ে গম্ভীর বলেন, আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইব, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে। আগে যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।

এরপর পাকিস্তানের মাটিতে তাদেরকে হোয়াইটওয়াশ করায় শান্তর দলকে অভিনন্দন জানান গম্ভীর। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকায় ম্যাচে তার দল বাড়তি সতর্ক থাকবে বলেও জানান।

আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ, নতুন প্রতিপক্ষ। আমাদের জন্য আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়