শিরোনাম
◈ মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা ◈ নিষেধাজ্ঞা থেকে মুক্তি পে‌লেন রাবাদা, আই‌পিএ‌লে ফির‌তে পার‌বেন ◈ ৪ মাস পর দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া ◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার!

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষকদের দাবি এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল

 স্পোর্টস ডেস্ক: একটা সময় টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে আভিজাত এই ফরম্যাটে দারুণ করছে টাইগাররা। সবশেষ পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে শান্ত-মিরাজরা। এছাড়াও নিজেদের সবশেষ ৮ টেস্টের মধ্যে ৫ জয় বাংলাদেশের। 

টাইগারদের এমন দুর্দান্ত পারফর্ম্যান্সের পর সমীহ আদায় করে নিচ্ছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকদের। এবার ভারতের বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে তো নাজমুল হোসেন শান্তর দলকে সেরাই বলে দিলেন। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষকদের দাবি, ভারত সফরে এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েস্টি ম্যাচের সিরিজ খেলতে ভারত সফরে যায় বাংলাদেশ দল। শান্তবাহিনী বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন। সেখানে আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। আসন্ন এই ম্যাচের আগে বাংলাদেশ দল নিয়ে নিজের ইউটিউব কথা বলেছেন ভোগলে।

ভোগলে বলেন, দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশের এই টেস্ট দলটিকেই আমার কাছে সেরা মনে হচ্ছে। প্রথম কারণ, তাদের পেস আক্রমণ। নাহিদ রানা সবচেয়ে রোমাঞ্চকর বোলারদের একজন। সম্প্রতি সে কী করেছে, আমরা জানি। হাসান মাহমুদের বলেও পাকিস্তানের ব্যাটসম্যানরা ভুগেছে। হতে পারে এখানে (ভারতে) এটাই তাসকিন আহমেদের শেষ সুযোগ। সেও দেখাতে চাইবে, আমরা কেন তাকে অনেক বেশি মূল্যায়ন করে থাকি।

৫ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। এবার টাইগাররা আগের চেয়ে ভালো লড়াই করবে বলে বিশ্বাস ভোগলের। শান্তর নেতৃত্বাধীন দলটিতে ভারসাম্য খুঁজে পাচ্ছেন এই ধারাভাষ্যকার। 
ভোগলে আরও বলেন,  ভারত অনেক এগিয়ে থেকেই শুরু করবে। তবে বাংলাদেশের কাছ থেকে আমি কিছুটা লড়াই প্রত্যাশা করছি। কারণ, এর আগে (ভারত সফরে) তাদের মধ্যে লড়াইয়ের মানসিকতা দেখিনি। তারা যদি লড়াই করতে পারে, তাহলে চমৎকার একটি টেস্ট সিরিজ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়