শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৪, ১১:৩৩ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান এ’ বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ এ’ দলের পাকিস্তান সফরে ব্যাটারদের ব্যর্থতা যেন চলছেই। ব্যাটিং ব্যর্থতায় দেশটির এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৮ উইকেটে হেরেছে সফরকারীরা। দল বদলালেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন সৌম্য সরকার।

সোমবার ইসলামাবাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৬ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ২৭ ওভার ৫ বলে ৮ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।

৯ রান করা সৌম্যর বিদায়ে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে ২৭ রানে। দ্রুতই ফেরেন আরেক ওপেনার নাঈম শেখও (৬)। দ্বিতীয় উইকেটে অধিনায়ক তাওহীদ হৃদয়কে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামাল দেন সাইফ হাসান। - অলআউট স্পোর্টস

তবে দলীয় ৮৪ রানে হৃদয় (১৩) ফিরলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। পরের ৩২ রান যোগ করতে হারায় আরও ৪ উইকেট। শেষ দিকে টেইলএন্ডারদের নিয়ে রিশাদ হোসেনের প্রতিরোধে লড়াই করার মতো সংগ্রহ পায় সফরকারীরা। ৪৭ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন সাইফ। রিশাদ করেন ৩৭ বলে ৪০ রান। ৫ উইকেট নেন আব্বাস আফ্রিদি।

জবাবে ১৩ রানে শেখ মাহেদি পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙলেও আর কোনো প্রতিরোধ গড়তে পারেননি বাকি বোলাররা। দ্বিতীয় উইকেটে ১২৯ রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৬০ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন উসমান খান।

এর আগে চারদিনের সিরিজেও হতাশাজনক পারফর্ম করেছিল বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় চারদিনের ম্যাচে কেবল আলো ছড়িয়েছিলেন সাইফ ও জাকের আলী। এবার একদিনের ম্যাচেও হতাশ করলেন ব্যাটাররা। একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়