শিরোনাম
◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৯:০৯ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেলসির বিপক্ষে হালান্ডের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন আর্লিং হালান্ড। তবে শনিবার ওহিও স্টেডিয়ামে নিজেকে উজাড় করে দিয়েছিলেন এই নরওয়েজিয়ান। আর তাতেই কপাল পুড়েছে চেলসির। হালান্ডের হ্যাটট্রিকে ৪-২ গোলে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ম্যানসিটিট। ওহিওতে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় এই দুই দলের লড়াই ৭০ হাজার দর্শক উপভোগ করেছে।

আগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলার সময় হালান্ড মাংসপেশীকে আঘাত পেয়েছিলেন। এ ম্যাচে অবশ্য তা বুঝতেই দেননি। নরওয়েজিয়ান এই স্ট্রাইকার পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল করেন। চতুর্থ মিনিটে প্রথম গোল করার পর পরের মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। তার আগের মিনিটে অর্থাৎ ৫৫তম মিনিটে ম্যানসিটির হয়ে তৃতীয় গোল করেছিলেন অস্কার বব।

চেলসির জালে চার গোল দেওয়ার পর ম্যানসিটি আর গোল করেনি। এ সময়ে যেন তারা বিশ্রাম নিয়েছে। সুযোগ দিয়েছে চেলসিকে গোল করার। আর সে সুযোগ কাজে লাগিয়ে চেলসি দুই গোল পরিশোধ করে। ৫৯ মিনিটে রহিম স্টার্লিং প্রথম গোল করেন। ৮৯ মিনিটে নোনি মাদুয়েকা করেন দ্বিতীয় গোল।

আগামী শনিবার কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানসিটি। তারপরেই তারা শুরু করবে প্রিমিয়ার লিগের মিশন। এ মিশনে তারা প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চেলসির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়