শিরোনাম
◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৯:৪৪ সকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

স্পোর্টস ডেস্ক: আরো একটা ফাইনাল ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা, বিশ্বকাপ আর ফিনালিসসিমার ফাইনালের পর আবার কোপার ফাইনাল। আগের তিন ফাইনালে সফল আর্জেন্টিনার সামনে চতুর্থ ফাইনালে সফল হওয়ার হাতছানি।

বাংলাদেশ সময় সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যেই খেলতে নামবে আলবিসেলেস্তেরা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভোর ৬টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচ। এই ম্যাচ দিয়েই নিজের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি আনহেল দি মারিয়া। 

ফাইনালকে সামনে রেখে এরইমাঝে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি নিজের সেরা একাদশ সাজিয়ে ফেলেছেন। আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যমগুলোর খবর, সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্কালোনির দল। 

নিজের বিদায়ী এই ম্যাচে প্রত্যাশিতভাবেই শুরু থেকে খেলবেন দি মারিয়া। আক্রমণভাগে তার সঙ্গী হবেন যথারীতি অধিনায়ক লিওনেল মেসি ও তরুণ হুলিয়ান আলভারেজ। আলভারেজকে জায়গা দিতে ফাইনালেও বেঞ্চে থাকবেন লাউতারো মার্টিনেজ। যদিও এবারের আসরে বেঞ্চ থেকে মাঠে নেমে বেশ ভালোই ফর্ম দেখিয়েছেন লাউতারো। 

আর্জেন্টিনার মাঝমাঠে তিনজন থাকবে। মিডফিল্ডার হিসেবে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আছেন দারুণ ছন্দে। 

রক্ষণভাগ সামলানোর কাজে থাকবেন গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস টালিয়াফিকো। তবে সেমিফাইনালে মন্তিয়েল চোট পাওয়ায় ফাইনালে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা আছে। 

আর্জেন্টিনার জন্য সুখবর, ফাইনালের আগে পুরোপুরি সেরে উঠেছেন আকুনিয়া। আক্রমণের ধার বাড়াতে আক্রমণাত্মক মনোভাবের এই ডিফেন্ডারকে খেলাতে পারেন স্কালোনি। আর গোলবারের নিচে যথারীতি থাকবেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ। 

কোপার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।

রক্ষণভাগ: গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টালিয়াফিকো।

মাঝমাঠ: রড্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আক্রমণভাগ: আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়