শিরোনাম
◈ সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরফান সোলতানির প্রথম মৃত্যুদণ্ড কার্যকর কর‌ছে ইরান! ◈ ফেসবুক লাইভে এসে পুলিশের বাইকের কাগজ দেখতে চাওয়া সেই সাগর হালদারকে গ্রেফতার করেছে সিটিটিসি (ভিডিও) ◈ ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যাপক আলী রীয়াজ ◈ ইরানের রাজধানী তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল ◈ নির্বাচনে চাপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ: ভোটের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা ◈ বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে  ◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৯:৪৪ সকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

স্পোর্টস ডেস্ক: আরো একটা ফাইনাল ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা, বিশ্বকাপ আর ফিনালিসসিমার ফাইনালের পর আবার কোপার ফাইনাল। আগের তিন ফাইনালে সফল আর্জেন্টিনার সামনে চতুর্থ ফাইনালে সফল হওয়ার হাতছানি।

বাংলাদেশ সময় সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যেই খেলতে নামবে আলবিসেলেস্তেরা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভোর ৬টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচ। এই ম্যাচ দিয়েই নিজের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি আনহেল দি মারিয়া। 

ফাইনালকে সামনে রেখে এরইমাঝে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি নিজের সেরা একাদশ সাজিয়ে ফেলেছেন। আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যমগুলোর খবর, সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্কালোনির দল। 

নিজের বিদায়ী এই ম্যাচে প্রত্যাশিতভাবেই শুরু থেকে খেলবেন দি মারিয়া। আক্রমণভাগে তার সঙ্গী হবেন যথারীতি অধিনায়ক লিওনেল মেসি ও তরুণ হুলিয়ান আলভারেজ। আলভারেজকে জায়গা দিতে ফাইনালেও বেঞ্চে থাকবেন লাউতারো মার্টিনেজ। যদিও এবারের আসরে বেঞ্চ থেকে মাঠে নেমে বেশ ভালোই ফর্ম দেখিয়েছেন লাউতারো। 

আর্জেন্টিনার মাঝমাঠে তিনজন থাকবে। মিডফিল্ডার হিসেবে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আছেন দারুণ ছন্দে। 

রক্ষণভাগ সামলানোর কাজে থাকবেন গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস টালিয়াফিকো। তবে সেমিফাইনালে মন্তিয়েল চোট পাওয়ায় ফাইনালে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা আছে। 

আর্জেন্টিনার জন্য সুখবর, ফাইনালের আগে পুরোপুরি সেরে উঠেছেন আকুনিয়া। আক্রমণের ধার বাড়াতে আক্রমণাত্মক মনোভাবের এই ডিফেন্ডারকে খেলাতে পারেন স্কালোনি। আর গোলবারের নিচে যথারীতি থাকবেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ। 

কোপার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।

রক্ষণভাগ: গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টালিয়াফিকো।

মাঝমাঠ: রড্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আক্রমণভাগ: আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়