মাসুদ আলম : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
আজ বুধবার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মামুন শিকদার বলেন, নির্মল রঞ্জন গুহের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার পেশার, ডায়বেটিস ও অক্সিজেন লেভেল ভালো আছে। ডাকলে সাড়া দেয়। হাত ও পাঁ নাড়ায়। নিউরন কাজ করছে।
তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। নির্মল রঞ্জন গুহের সঙ্গে তার স্ত্রী ও ভগ্নিপতি রয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, গত ১২ জুন রাতে নির্মল রঞ্জন গুহের রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তার হার্টে দু’টি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।