এম এম লিংকন: [২] আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর মনোনীত প্রতিনিধিরা মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় তাঁর পক্ষে মনোনয়ন ফরম জমা দেন।
[৩] এ সময় উপস্থিত ছিলেন মো. শহীদ উল্লা খন্দকার, শেখ কবীর হোসেন, কাজী আকরাম উদ্দীন আহমেদসহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
[৪] এর আগে, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা।
[৫] গত ১৮ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন তারা। সম্পাদনা: সমর চক্রবর্তী