রিয়াদ হাসান: যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ের দাবিতে ১ এপ্রিল সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এসব কর্মসূচিতে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বুধবার (২৯ মার্চ) বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপি নেতারা কে কোন এলাকায় দায়িত্বে থাকবেন দলটির পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা বিভাগ- ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মানিকগঞ্জ জেলায় ড. আব্দুল মঈন খান, ঢাকা জেলায় গয়েশ্বর চন্দ্র রায়, টাঙ্গাইল জেলা আহমেদ আযম খান, নারায়ণগঞ্জ জেলা এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গাজীপুর জেলা হাবিব-ঊন-নবী খান সোহেল, নারায়ণগঞ্জ মহানগর অ্যাড. আবদুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটু, মুন্সিগঞ্জ জেলা ড. আসাদুজ্জামান রিপন, নরসিংদী জেলা অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার, গাজীপুর মহানগর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।
কুমিল্লা বিভাগ- কুমিল্লা দক্ষিণ জেলায় জয়নুল আবেদিন ফারুক, সায়েদুল হক সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা মনিরুল হক চৌধুরী, চাঁদপুর জেলা মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর রাশেদা বেগম হীরা, কুমিল্লা উত্তর জেলা ব্যারিষ্টার রুমিন ফারহানা।
ময়মনসিংহ বিভাগ- ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, কিশোরগঞ্জ জেলা শরিফুল আলম, জামালপুর জেলা ওয়ারেছ আলী মামুন, নেত্রকোনা জেলা মোস্তাফিজুর রহমান বাবুল, শেরপুর জেলা ডা. দেওয়ান সালাহ উদ্দিন বাবু।
চট্টগ্রাম বিভাগ- চট্টগ্রাম মহানগর বরকত উল্লাহ বুলু, নোয়াখালী জেলা মো শাহজাহান, চট্টগ্রাম উত্তর জেলা মীর মো. নাছির উদ্দিন, ফেনী জেলা অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি), জালাল উদ্দীন মজুমদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা মাহবুবের রহমান শামীম, লক্ষীপুর জেলা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হারুন অর রশিদ, কক্সবাজার জেলা লুৎফর রহমান কাজল, বান্দরবান জেলা এ.এম.নাজিম উদ্দিন, খাগড়াছড়ি জেলা আবদুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙ্গামাটি জেলা বেলাল আহমেদ।
বরিশাল বিভাগ- বরিশাল মহানগরে ব্যারিস্টার শাহজাহান ওমর, ভোলা জেলা মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, নাজিম উদ্দিন আলম, বরিশাল উত্তর জেলা এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল দক্ষিণ জেলা মজিবুর রহমান সরোয়ার, পিরোজপুর জেলা এড. বিলকিস জাহান শিরিন, পটুয়াখালী জেলা এবিএম মোশাররফ হোসেন, বরগুনা জেলা আ ক ন কুদ্দুসুর রহমান, ঝালকাঠি জেলা মাহবুবুল হক নান্নু।
রাজশাহী বিভাগ- রাজশাহী মহানগরে মিজানুর রহমান মিনু, বগুড়া জেলা হেলালুজ্জামান তালুকদার লালু, নওগাঁ জেলা অধ্যাপক মো. শাহজাহান মিয়া, রাজশাহী জেলা হারুন-অর-রশিদ যুগ্ম, নাটোর জেলা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পাবনা জেলা মোসাদ্দেক হোসেন বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা সৈয়দ শাহীন শওকত, জয়পুরহাট জেলা ওবায়দুর রহমান চন্দন, সিরাজগঞ্জ জেলা আমিরুল ইসলাম খান আলীম।
রংপুর বিভাগ- ঠাকুরগাঁও জেলা ও লালমনিরহাট আসাদুল হাবিব দুলু, পঞ্চগড় জেলা ব্যারিস্টার নওশাদ জমির, রংপুর জেলা সামজ্জোহা খান, নীলফামারী জেলা আনিসুজ্জামান বাবু, দিনাজপুর জেলা সৈয়দ জাহাঙ্গির আলম, রংপুর মহানগর আব্দুল খালেক, গাইবান্ধা জেলা অ্যাড. শফিকুল হক মিলন, সৈয়দপুর জেলা সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।
ফরিদপুর বিভাগ- রাজবাড়ী জেলায় জহুরুল ইসলাম শাহজাদা মিয়া, ফরিদপুর জেলা শামা ওবায়েদ, শরীয়তপুর জেলা খোন্দকার মাশুকুর রহমান, ফরিদপুর মহানগর সেলিমুজ্জামান সেলিম, মাদারীপুর জেলা আনিসুর রহমান তালুকদার খোকন।
খুলনা বিভাগ- খুলনা মহানগর অ্যাড. নিতাই রায় চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা ড. মামুন আহমেদ, যশোর জেলা অনিন্দ্য ইসলাম অমিত, বাগেরহাট জেলা অধ্যাপক এ বি এম ওবায়দুল, খুলনা জেলা আজিজুল বারী হেলাল, কুষ্টিয়া জেলা মো. হারুন অর রশিদ, সাতক্ষীরা জেলা অধ্যক্ষ সেলিম ভূইয়া, ঝিনাইদহ জেলা অ্যাড. আসাদুজ্জামান আসাদ, মেহেরপুর জেলা জয়ন্ত কুমার কুন্ডু, মাগুরা জেলা কৃষিবীদ শামীমুর রহমান শামীম, নড়াইল জেলা মিসেস নেওয়াজ হালিমা আরলী।
সিলেট বিভাগ- সিলেট মহানগর অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিলেট জেলা ড. মো. এনামুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলা খন্দকার আবদুল মোক্তাদির, হবিগঞ্জ জেলা ডা. সাখাওয়াত হোসেন জীবন, মৌলভীবাজার জেলা আরিফুল হক চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সকল নেতারা নিজ নিজ জেলার কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবেন এবং কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা সমন্বয় করবেন।
আরএইচ/একে