শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৪:০২ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দি ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার আজ

বিএনপি

রিয়াদ হাসান: অতীতের মতো এবারো পবিত্র রমজানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কুটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর গুলশানের দি ওয়েস্টিন হোটেলে এই ইফতারের আয়োজন করেছে দলটি।

ইফতারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাবেক রাষ্ট্রদূতরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দলটি সূত্রে জানা যায়, এবার প্রথমবারের মতো ঢাকা মহানগরীর ৫০টি থানায় ইফতার কর্মসূচি পালন করছে বিএনপি। অতীতে মহানগরের উদ্যোগে একটি ইফতারের আয়োজন করা হতো। কিন্তু আন্দোলনের প্রস্তুতির অংশ হিসেবে এবার এমন উদ্যোগ নেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।

এছাড়াও এবার রাজধানীর সব থানায় ইফতারের আয়োজন করবে বিএনপি। ইফতারের সব অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

ইফতার সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভাও করা হবে। সেজন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণকে ১৬টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে অন্তত তিনটি থানা রয়েছে। একইদিন তিন থানায় হবে ইফতার। ২৮ মার্চ থেকে শুরু হয়েছে এ কর্মসূচি। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

আরএইচ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়