সালেহ্ বিপ্লব: জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপি বলেছেন, দেশের মানুষ ভালো নেই। অর্থনৈতিক সংকটে মানুষের মাঝে হাহাকার উঠেছে। মানুষ বাজার করতে পারছে না, ওষুধ কিনতে পারছে না। প্রতিদিন দ্রব্যমূল্য বেড়েই চলছে। রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতেই হবে।
শনিবার বিকেলে নরসিংদী জেলার পলাশ উপজেলার গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। জনসভায় বিভিন্ন দলের শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগ দেন।
জাতীয় পার্টি নেতা এএনএম রফিকুল আলম সেলিম এর সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, নরসিংদী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওমর ফারুক মিয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হাসান আলাল।