শিরোনাম
◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৬:২৫ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির ৫৫ নেতাকর্মীর জামিন

বিএনপির ৫৫ নেতাকর্মীর জামিন

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর: নাশকতা ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের মামলায় লক্ষ্মীপুরে রামগতি ও কমলনগর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।  

রোববার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মমিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে ৫৫ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।  

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও নাশকতার সাজানো অভিযোগে বিএনপি নেতাসহ, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতাকর্মী ও অজ্ঞাত প্রায় তিনশজনকে আসামি করে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। পরে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেয় নেতাকর্মীরা। জামিনের মেয়াদ শেষ হলে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।  

মামলাগুলো সাজানো ও মিথ্যা ছিল বলে আইনজীবী হারুনুর রশিদের দাবি। এ দিকে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন বলেন, আসামিরা আওয়ামী লীগের অফিসে নাশকতা, হামলা ও ভাঙচুর চালিয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু বলেন, রামগতি ও কমলনগরে আওয়ামী লীগের কোনো অফিসে হামলা বা ভাঙচুর করা হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের অফিস ভাঙচুর করে মিথ্যা মামলা দিয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়