শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাধা দিয়ে সংঘাত সৃষ্টি করবেন না :  সরকারকে মির্জা আব্বাস

মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট : আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশে বাধা দিয়ে সংঘাত সৃষ্টি না করতে হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে প্রচার উপকমিটির কার্যক্রম উদ্বোধনে গিয়ে তিনি এ কথা বলেন।

আব্বাস বলেন, আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে মিথ্যা মামলা ও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু হয়েছে। আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আপনারা বাধা দিয়ে সংঘাত সৃষ্টি করবেন না।

তিনি বলেন, আপনারা ঝামেলা বন্ধ করুন, মিথ্যা মামলা বন্ধ করুন, হামলা বন্ধ করুন, সন্ত্রাস বন্ধ করুন, গ্রেপ্তার বন্ধ করুন। জঘন্য ইতিহাস সৃষ্টি করবেন না। আপনারা একের পর এক ইতিহাস সৃষ্টি করছেন। একবার করেছেন রক্ষীবাহিনী দিয়ে, এখন করছেন সরকারি বাহিনী দিয়ে। মনে রাখবেন, নয়াপল্টনে সমাবেশ হবে, একজন লোক থাকলেও সমাবেশ হবে। আমরা বক্তব্য রাখব।

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হবে জানিয়ে মির্জা আব্বাস বলেন, পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, আমরা কি বসে পড়ব? আমি পরিষ্কার বলতে চাই, আমাদের পক্ষ থেকে কোনো ঝামেলা হবে না। তিনি বলেন, আজও রাজশাহীতে শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে। আরও আট বিভাগে হয়েছে। নয়াপল্টনে তো বিএনপি সমাবেশ মাঝেমধ্যেই করছে। আওয়ামী লীগও তো দীর্ঘদিন ধরে রাস্তা আটকিয়ে পার্টি অফিসের সামনে সমাবেশ করছে।

প্রচার উপকমিটির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন এই কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও মহানগর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে নেতাদের নিয়ে নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ করেন মির্জা আব্বাস। সম্পাদনা: খালিদ আহমেদ

কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়