শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ১০:০৭ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ১০:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরাঙ্গীরচরে জমি বিরোধে ভাতিজাকে খুন, আহত ২

নিহত

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কামরাঙ্গীরচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে হাবিবুল বাশার মুন্না (৩৬) নামে একজন নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত হয়েছেন সানজিদ (৩০) ও মোরসালিন (৩২) নামে আরও দুই জন। রোববার (২ অক্টোবর) বিকাল ৫টার দিকে কামরাঙ্গীরচর কয়লার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহত হাবিবুল বাশার মুন্না এবং আহত সানজিদ ও মোরসালিন তিন ভাই। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসারত অবস্থায় রবিবার রাত সাড়ে ৭টায় মুন্নার মৃত্যু হয়। বাকি দুই জন চিকিৎসাধীন।

আহত মোরসালিন ও নিহতের মামা জানান, নিহতের চাচা মো. পলাশ এবং তার দুই ছেলে পুলক ও শামীম তাদের কুপিয়ে গুরুতর জখম করেন।

মোরসালিন বলেন, ‘চাচা পলাশ পৈত্রিক সম্পত্তির ওপর রাস্তার জায়গার না রেখে দেয়াল নির্মাণের কাজ করছিলেন। তাকে রাস্তার জন্য এক হাত যায়গা ছেড়ে দেওয়ার কথা বলি আমরা। এতে ক্ষিপ্ত হয়ে তিনি এবং তার দুই ছেলে পুলক ও শামীম দা, বটি, ছুরি দিয়ে আমাদের তিন ভাইকে এলোপাতাড়ি কুপাতে থাকেন।

মো. বাচ্চু মিয়া বলে, ‘মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়