শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ১০:০৭ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ১০:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরাঙ্গীরচরে জমি বিরোধে ভাতিজাকে খুন, আহত ২

নিহত

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কামরাঙ্গীরচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে হাবিবুল বাশার মুন্না (৩৬) নামে একজন নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত হয়েছেন সানজিদ (৩০) ও মোরসালিন (৩২) নামে আরও দুই জন। রোববার (২ অক্টোবর) বিকাল ৫টার দিকে কামরাঙ্গীরচর কয়লার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহত হাবিবুল বাশার মুন্না এবং আহত সানজিদ ও মোরসালিন তিন ভাই। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসারত অবস্থায় রবিবার রাত সাড়ে ৭টায় মুন্নার মৃত্যু হয়। বাকি দুই জন চিকিৎসাধীন।

আহত মোরসালিন ও নিহতের মামা জানান, নিহতের চাচা মো. পলাশ এবং তার দুই ছেলে পুলক ও শামীম তাদের কুপিয়ে গুরুতর জখম করেন।

মোরসালিন বলেন, ‘চাচা পলাশ পৈত্রিক সম্পত্তির ওপর রাস্তার জায়গার না রেখে দেয়াল নির্মাণের কাজ করছিলেন। তাকে রাস্তার জন্য এক হাত যায়গা ছেড়ে দেওয়ার কথা বলি আমরা। এতে ক্ষিপ্ত হয়ে তিনি এবং তার দুই ছেলে পুলক ও শামীম দা, বটি, ছুরি দিয়ে আমাদের তিন ভাইকে এলোপাতাড়ি কুপাতে থাকেন।

মো. বাচ্চু মিয়া বলে, ‘মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়