ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সে থাকা দোসরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।
শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িত খুনি, পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো চক্রকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে বলে প্রথম দাবি জানায় ইনকিলাব মঞ্চ। পাশাপাশি তারা সরকারের তরফ থেকে এই ঘটনার পর ১২ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে জাতির সামনে ব্যাখ্যা করারও দাবি করে।
দ্বিতীয় দাবিতে বলা হয়েছে, সিভিল-মিলিটারী ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হোক। সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, আজকের সংবাদ সম্মেলনে যথাযথ ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা উভয়কে দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
