শিরোনাম
◈ দিল্লির লাল কেল্লার মেট্রোস্টেশনের কাছে বিস্ফোরণে নিহত ৮, বহু হতাহত (ভিডিও) ◈ বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে 'নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই' ◈ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল ◈ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ ◈ স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা ◈ মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা ◈ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ: রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৪:০২ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দীর্ঘ ১৬ বছরের ত্যাগ-তিতিক্ষার ফসল ৫ আগস্ট : ড. মঈন খান

মনিরুল ইসলাম: ৫ আগস্ট দীর্ঘ ১৬ বছরের ত্যাগ-তিতিক্ষার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।  

আজ সোমবার  সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ' রক্তাক্ত ৩৬ জুলাই  গণঅভ্যুত্থান ও জাসাস শীর্ষক'   প্রামাণ্য ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে  তিনি  এসব কথা বলেন। প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্র নায়ক হেলাল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয়  নির্বাহী  কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্র নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল  ও সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন জাকির হোসেন রোকন, সদস্য সচিব জাসাস কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে  জাসাস কেন্দ্রীয় কমিটি, জাসাস ঢাকা মহানগর দক্ষিণ  ও উত্তর এর নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন। 

জুলাই গণঅভ্যুত্থানে জাসাসের অংশগ্রহণের চিত্র তুলে ধরা হয় 'রক্তাক্ত ৩৬ জুলাই গণঅভ্যুত্থান ফটো অ্যালবামে' ।

তিনি বলেন, ৫ আগস্ট একদিনে হয়নি। দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ গুম-খুন- মামলার শিকার হয়েছে। বিএনপি কর্মীদের ধান খেতে ঘুমাতে হয়েছে। দীর্ঘ ১৬ বছরের ত্যাগ-তিতিক্ষার ফসল ৫ আগস্ট। 

জুলাইয়ে ৪৩টি রাজনৈতিক দল রাজপথে ছিলো দাবি করে বিএনপির স্থায়ী কমিটির নেতা বলেন, জুলাই আন্দোলনকে কেউ যদি ছাত্রদের হাতে তুলে দিতে চান, তা ঠিক হবে না। 

তিনি আরও বলেন, হামলা, গায়েবি মামলা, নির্যাতন সবই সহ্য করতে হয়েছে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে। ৩৬ জুলাইয়ে জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিলো। তারেক রহমান এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। শুধু ছাত্রদের কৃতিত্ব দিলে সঠিক বিশ্লেষণ হবে না। এখন চ্যালেঞ্জ হচ্ছে একটা অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা।

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর দেশে গণতন্ত্রের সাথে রাজনৈতিক সৌহার্দ্য  প্রতিষ্ঠিত হবে বলেও  তিনি মন্তব্য করেন । 

মঈন খান বলেন, জাসাস আজ যে কাজটি করেছে আগামীতে এটি ইতিহাস হয়ে থাকবে। আগামী প্রজন্মের জাসাস নেতা- কর্মীরা তাদের সংগঠনের ইতিহাস জানতে পারবে।

তিনি বলেন, সংস্কৃতি হচ্ছে সমাজের দর্পণ। একে এগিয়ে নিতে হলে সাংস্কৃতিক চর্চা ছাড়া সম্ভব নয়। তিনি বলেন, দেশের সংস্কৃতিকে বিশ্ব দরবার তুলে ধরার মানসেই এই সংস্থাটি গড়ে তুলেন। জিয়াউর রহমান বিদেশে যে কোন সফরে শিল্পী ও সংস্কৃতি অংগনের লোকজনকে তার ডেলিগেটে রাখতেন। তাদের সফরে নিয়ে যেতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়