মনিরুল ইসলাম: ফ্যাসিস্ট আমলেও নুরের ওপর এতটা নৃশংস ও ন্যক্কারজনক এমন হামলা হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর।
তিনি বলেন, ডাকসু নির্বাচনে তার ওপর অবশ্যই হামলা হয়েছে, সেটাও কম না। আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা হামলা করেছিল। কিন্তু বর্তমানে ফ্যাসিস্ট-মুক্ত দেশে প্রশাসনের এই সময়ে এসেও এ ধরনের হামলা হবে আমরা কল্পনাও করিনি।
আজ রোববার দুপুর ১টায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে স্বামীকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মারিয়া। এ সময় তিনি দেশবাসীর কাছে নুরের জন্য দোয়া চেয়েছেন।
নুরের স্ত্রী মারিয়া বলেন, ২৯ আগস্ট ঘটনাটি যখন ঘটে, তখন আমি টিভিতে লাইভ দেখছিলাম। কখনো কল্পনাও করতে পারিনি, স্তব্ধ হয়ে গেছি, বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।
মারিয়া নুর বলেন, তার স্বাস্থ্যের খবর নিতে আজ হাসপাতালে এসেছি। আমাকে আবার মিডিয়ার সামনে আসতে হবে, এটা চাইনি।
তিনি বলেন, শারীরিকভাবে অনেকটা আঘাত করা হয়েছে তার ওপর। ব্রেন, নাক, চোয়ালে আঘাতগুলো পেয়েছেন তিনি। মেরুদণ্ডসহ বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।
মারিয়া বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ৩৬ ঘণ্টা পরে তার অবস্থা সম্পর্কে বলা যাবে। জ্ঞান ফিরেছে তবে তার শারীরিক অবস্থা এখনো ভালো না। এর মানে নুর এখনো শঙ্কামুক্ত নয়।
তিনি নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানান।