শিরোনাম
◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ◈ আমরা বাসস্ট্যান্ড- লঞ্চঘাট দখল করি, আর জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়: বিএনপি নেতা আলতাফ (ভিডিও) ◈ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম ◈ রাখাইনে সংঘাত: সীমান্তে ৫০ হাজার রোহিঙ্গা, বাংলাদেশে ঢোকার আশঙ্কা ◈ চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল: এনসিপি ◈ পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকা ◈ চিকিৎসকদের কাছে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ ◈ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান ◈ বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ার হোসেন মঞ্জুকে বিমানবন্দর থেকে ফেরত

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে উঠতে দেননি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দর সূত্র জানায়, রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৪৭ ফ্লাইটে সাবেক এই মন্ত্রীর সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল।

রাত ৯টায় তিনি চেক-ইন করার পর ইমিগ্রেশনে আনোয়ার হোসেন মঞ্জুকে থামিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা বিভিন্ন থানায় তদন্তাধীন আছে বলে বিমানবন্দর কর্মকর্তারা তাকে অবহিত করেন। তাকে কিছুক্ষণ আটকে রেখে ইমিগ্রেশন ক্লিয়ার না করায় ফিরিয়ে দেয়া হয়। কিছুক্ষণ অপেক্ষা করে তিনি বাসায় চলে যান। বিমানবন্দর গোয়েন্দা কর্মকর্তা ও ইমিগ্রেশন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। আনোয়ার হোসেন মঞ্জুর ঘনিষ্ঠ সূত্র বলেছে, চিকিৎসার জন্য তার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। গত বছর ২ সেপ্টেম্বর আনোয়ার হোসেন মঞ্জুকে আটকের পর ছেড়ে দেয় পুলিশ। সেই দিন বিকালে তাঁকে ধানমন্ডি থেকে আটক করা হয়েছিল।

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হন তিনি।

২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করলে তাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। তিনি একসময় দৈনিক ইত্তেফাকের সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরে জাতীয় পার্টি (জেপি) গঠন করে এর চেয়ারম্যান হন। সূত্র: বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়