শিরোনাম
◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ বাঁশখালীর আস্ক‌রিয়ায় সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু ◈ বিএনপির মঞ্চে শ্রমিক লীগ নেতা! রাজশাহীতে তৃণমূলে ক্ষোভের বিস্ফোরণ: ◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ১১:৫১ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন

‘গণঅভ্যুত্থান’ সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (০৩ জুলাই) বেলা ১১টার দিকে নিজের সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন। 

পোস্টে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মীদের পাশে সবসময়ই ছিলাম, আজীবন থাকবো । অপ্রিয় একটি পরিবেশে প্রতিদিন কঠোর পরিশ্রম করে আমাদেরকে স্বস্তিতে বসবাস করার জন্যে যারা পুরো জীবন উজাড় করে দেয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে। তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান। 

তিনি আরও বলেন, তাদেরকে কেও মেথর বলে হেয় করলে আমরা জনগণের মেথর হিসাবে তাদের জন্যে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। মেথর সাহেবেরা হালাল ভাবে খেটে খায় । আর দুইদিন যাবৎ আসা ‘গণঅভুত্থান’ সরকারের কেও কেও লুটপাট করে বেহুশ হওয়ার দশা।

এছাড়া পোস্টে এআই দিয়ে তৈরি নিজের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, ইশরাক হোসেনের গায়ে ময়লা ও ছেড়া টিশাট পড়া। হাতে রয়েছে ঝাড়ু। কাধে একটি বস্তা, সেটিতে প্লাষ্টিকের বোতল ও অন্যান্য আবর্জনা ভর্তি।

পোস্টের কমেন্টে সেকশনে নেটিজেনরা ইশরাকের হোসেনের এই ছবি জন্য প্রশংসা করেছেন, আবার অনেকে করেছেন ব্যঙ্গ। এর মধ্যে রায়হান গাজী নামে একজন লিখেছেন, ভালোবাসা আরও বেড়ে গেলো। আর এইচ লাভলো নামে আরেকজন লিখেছেন, এডিটিং না দিয়ে বাস্তবে এরকম একটা ফটো দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়