শিরোনাম
◈ জেলবন্দী ইমরান খান‌কে নি‌র্দোশ দা‌বি ক‌রে ট্রাম্পের কাছে মু‌ক্তির আ‌বেদন দুই পুত্রের  ◈ এবার বিএনপির অব্যবহৃত কার্যালয়ে আগুন দিলেন ছাত্রদলের পদবঞ্চিতরা! ◈ জাতীয় দ‌লে যোগ দি‌তে ভুটান থেকে ঢাকায় ‌ফি‌রে‌ছে পাঁচ নারী ফুটবলার ◈ সালাহ এবার ব্যালন ডি’অর জ‌য়ের ব্যাপা‌রে আত্ম‌বিশ্বাসী ◈ ম্যানচেস্টার সি‌টি‌কে কাঁ‌দি‌য়ে  ১২০ বছরে প্রথম শি‌রোপা জিত‌লো ক্রিস্টাল প্যালেস ◈ ছাত্র আন্দোলনের নেত্রী লিজার অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও ভাইরাল, যা বলছেন তিনি ◈ ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ! ◈ ‘অপারেশন সিন্দুর’ ভারতের আধিপত্যকে ক্ষুণ্ন করেছে ◈ আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানিরা আসলেই মেধাবী: ডোনাল্ড ট্রাম্প ◈ সন্তান লাভের আশায় প্রতারককে দিলেন ২৫ ভরি স্বর্ণ! (ভিডিও)

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ১১:২০ রাত
আপডেট : ১৮ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আগে ছিলাম কুকুরের মুখে এখন পড়েছি বাঘের মুখে : মির্জা আব্বাস (ভিডিও)

মনিরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম  সদস্য মির্জা আব্বাস বলেছেন, আগে ছিলাম কুকুরের মুখে এখন পড়েছি বাঘের মুখে।

তিনি বলেন, বিএনপি কাউকে শত্রু ভাবে না। আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ। এখন বিএনপির অনেক শত্রু। তাই নির্বাচন দিচ্ছে না। নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা নিশ্চিত। তাই নির্বাচনের কথা বললে ওদের গায়ে জ্বালা শুরু হয়। ১৭ বছর বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন করেছে। আন্দোলন করে আওয়ামী লীগকে দুর্বল করায় জুলাই গণঅভ্যুত্থানে তাদের পতন হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘৫ আগস্টের পর বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। আমরা বলেছি চাঁদাবাজদের ধরেন। এখন তো বিএনপি ক্ষমতায় নেই। তাহলে যারা চাঁদাবাজি করে, তাদের ধরেন। কই তাদের তো ধরা হচ্ছে না। গত আট মাসে দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। যে অভিযোগে আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে, এখনও তো সেই অভিযোগ আছে। সাহস থাকলে তাদেরও ধরেন। কিন্তু আপনাদের সেই সাহস নেই।

তিনি বলেন, আজ দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। সেন্টমার্টিনে আজ যাওয়া বন্ধ কেন। সাজেকে যাওয়া বন্ধ কেন। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী। সভা সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়