শিরোনাম
◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪১ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এই কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচিগুলো হলো- 

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় ও সারাদেশ কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষে আগামীকাল ১৩ ডিসেম্বর রাজধানীর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেলা ২টায় আলোচনা সভার আয়োজন করা হবে।  

১৪ ডিসেম্বর সকালে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল স্তরের নেতাকর্মীরা মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। 

বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি: 

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এদিন সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচলা সভা অনুষ্ঠিত হবে। 

দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর ‘সবার আগে বাংলাদেশ’র উদ্যোগে মানিক মিয়া এভিনিউ কনসার্ট অনুষ্ঠিত হবে। বিজয় দিবস উপলক্ষে দলের চেয়ারপারসন ও কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হবে।  

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন নেতাকর্মীরা স্থানীয় সুবিধা অনুযায়ী কর্মসূচি পালন করবেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়