শিরোনাম
◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও) ◈ ইসরায়েলি ড্রোন হামলায় গাজামুখী ত্রাণবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, মাল্টার জলসীমা থেকে কর্মী উদ্ধার ◈ কাশ্মীর হামলার পর পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আইএমএফকে সতর্ক করল ভারত ◈ বিহারে স্কুলের মিড-ডে মিলে মৃত সাপ, শতাধিক শিশু অসুস্থ! ◈ অর্থ সংকটে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত! ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪৫ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তারের চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ

মাসুদ আলম : জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তারের চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া বলেন, ‘অসমর্থ ও অসুস্থ ব্যক্তিকে সিআরপিসির ৪৯৭ ধারা অনুযায়ী পরিবারের জিম্মায় জামিন দিতে পারেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আনোয়ার হোসেন মঞ্জু একজন ৮২ বছর বয়স্ক ব্যক্তি, তিনি অসুস্থ। তাই জিজ্ঞাসাবাদ শেষে ধানমন্ডি থানার ওসি তাঁর মুচলেকা রেখে জামিনে ছেড়ে দিয়েছে। প্রয়োজন হলে তাঁকে আবার ডাকা হবে।’ 

এর আগে বিকেলে আনোয়ার হোসেন মঞ্জুকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ পাঁচ থানায় মামলা রয়েছে বলে জানানো হয়। 

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী। এর আগে তিনি যোগাযোগমন্ত্রী এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলেন। তবে গত জানুয়ারির নির্বাচনে তিনি জিততে পারেননি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়