শিরোনাম
◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কুমিল্লায় সরকারি সুইমিংপুলে রশিদ ছাড়াই লক্ষাধিক টাকা উত্তোলনের অভিযোগ ◈ বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অবরুদ্ধ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ, ১০ নারী-২ পুরুষ আটক ◈ জামায়াতের সমাবেশ উপলক্ষে বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেলওয়ে ◈ বিএনপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে কেউ কেউ : মির্জা আব্বাস  ◈ দেবিদ্বারে পানি সরবরাহ শুরুর আগেই মিটার চু‌রির হি‌ড়িক

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ২০ টাকায় সংগ্রহ করুন আপনার জমির পূর্ণ ওয়ার্কিং খতিয়ান তথ্য!

আপনি কি জানতে চাচ্ছেন, আপনার বা অন্য কারো রেকর্ডিও খতিয়ানটি কিসের ভিত্তিতে তৈরি হয়েছে? বর্তমানে ভূমি সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো—রেকর্ডটি কোন ভিত্তিতে তৈরি হয়েছে: দলিল মূলে, পূর্বের খতিয়ান মূলে, ওয়ারিশ সূত্রে, না কি দখল সূত্রে? এসব তথ্য জানার জন্য অত্যাবশ্যকীয় হচ্ছে ওয়ার্কিং খতিয়ান উত্তোলন করা।

ওয়ার্কিং খতিয়ানের মন্তব্য কলামে সাধারণত দলিল নম্বর, দলিল সম্পাদনের তারিখ, পূর্বের খতিয়ান নম্বর এবং ওয়ারিশ সূত্রে হলে ওয়ারিশান সনদের বিবরণ উল্লেখ থাকে। যদি দখল সূত্রে রেকর্ড তৈরি হয়ে থাকে, তাহলে সেটাও মন্তব্য কলামে পরিষ্কারভাবে লেখা থাকে।

এই ওয়ার্কিং খতিয়ান পেতে হলে আপনাকে আগে জানতে হবে সংশ্লিষ্ট রেকর্ডিও খতিয়ান নম্বর বা দাগ নম্বর। এরপর উপজেলা সেটেলমেন্ট অফিসে যেতে হবে এবং ২০ টাকা ফি দিয়ে একটি সন্ধানী ফরম পূরণ করে জমা দিতে হবে। এরপর অফিসের সংশ্লিষ্ট কর্মীরা ভলিউম বই থেকে খুঁজে আপনার ওয়ার্কিং খতিয়ান হাতে লিখে বা প্রিন্ট করে সরবরাহ করবেন।

তবে যদি উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে ওয়ার্কিং খতিয়ান না পাওয়া যায়, তাহলে আপনাকে জোনাল সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে সাধারণত সব ধরনের ওয়ার্কিং খতিয়ান সংরক্ষিত থাকে। উৎস: জনকণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়