শিরোনাম
◈ দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রিয়াজ ◈ শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি আইনে বড় পরিবর্তন আসছে ◈ অবৈধ পথে আমেরিকা পাড়ি: ফিরলেন কেবল হতাশা নিয়ে ◈ জরুরি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে ◈ গোপন বৈঠকে সরকার উৎখাতের ছক নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা-কর্মীদের, গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর ◈ ত্রিদেশীয় সিরিজে এবার হে‌রেই গে‌লো বাংলাদেশ ◈ নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব ২০ বাছাইয়ের জন্য বাংলা‌দেশ দল ঘোষণা ◈ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি জামায়াতসহ ২৯ রাজনৈতিক দল, ১১ দল অনুপস্থিত ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: জুলাইয়ে মৃত্যু ৪১ জন, আক্রান্ত ছাড়াল ১০ হাজার ◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ১২:৪১ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসা ছাড়াই ঘুরে আসুন দুনিয়ার এই ১০ স্বর্গভূমি – শুধু বাংলাদেশি পাসপোর্টেই সম্ভব!

ভাবুন তো, হঠাৎই সিদ্ধান্ত নিলেন—ব্যাগ গোছাবেন, প্লেনে উঠবেন, আর পৌঁছে যাবেন দুনিয়ার এক প্রান্তে! না দূতাবাসে লাইন, না সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা—শুধু হাতে থাকা বাংলাদেশি পাসপোর্টেই খুলে যাবে দারুণ সব দেশের দুয়ার।

আজ আমরা জানাবো এমনই ১০টি চমকপ্রদ দেশের কথা, যেখানে আপনি যেতে পারেন ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে। আর ভিডিওর মাঝখানে আছে এমন একটি ‘স্পেশাল দেশ’ যার নাম শুনলে আপনি সত্যিই অবাক হবেন! তাই একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন।

১. মালদ্বীপ – স্বপ্নের সমুদ্র দ্বীপ: নীল জলরাশি, মুক্তার মতো বালি, আর রাজকীয় রিসোর্ট—এটাই মালদ্বীপ। বাংলাদেশি নাগরিকরা এখানে পান ৩০ দিনের অন-অ্যারাইভাল ভিসা। জানেন কি? মালদ্বীপে প্রায় ১,২০০টির মতো দ্বীপ রয়েছে, যার মধ্যে মাত্র ২০০টিতে মানুষ বাস করে। স্নোরকেলিং, স্কুবা ডাইভিং—সব মিলিয়ে এটি সাগরপ্রেমীদের স্বর্গ।

২. ভুটান – সুখের দেশ: বিশ্বের সবচেয়ে ‘হ্যাপি’ দেশ ভুটান। বাংলাদেশ থেকে এখানে যেতে হলে শুধু একটি পারমিট লাগে, ভিসার দরকার নেই। থিম্পু, বিশ্বের একমাত্র রাজধানী যেখানে এখনো কোনো ট্রাফিক লাইট নেই! আর শহরজুড়ে এমন শান্তি—চাইলেই হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারেন।

৩. ইন্দোনেশিয়া – দ্বীপের রাজত্ব: বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ায় আছে ৩০ দিনের অন-অ্যারাইভাল ভিসা। বিশেষ করে বালি দ্বীপ, যেখানে প্রতিদিন চলে ছোট-বড় নানা উৎসব। সৈকত, সংস্কৃতি, খাবার—সব মিলিয়ে এটি এক রঙিন স্বপ্ন।

 ৪. ডোমিনিকা – প্রকৃতির রাজ্য: কারিবিয়ান সাগরের এক সবুজ রত্ন ডোমিনিকা। বাংলাদেশি পাসপোর্টধারীরা এখানে ২১ দিন ভিসা ছাড়াই থাকতে পারেন। এখানে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ উষ্ণ জলাধার Boiling Lake—অ্যাডভেঞ্চারপ্রেমীদের স্বপ্নের জায়গা!

৫. ফিজি – প্রশান্ত মহাসাগরের গোপন রত্ন: বাংলাদেশিরা ফিজিতে চার মাস (১২০ দিন) ভিসা ছাড়াই থাকতে পারেন। একটি মজার তথ্য—ফিজিতে মানুষের চেয়ে গরু আর ঘোড়ার সংখ্যা বেশি! প্রশান্ত মহাসাগরের বুকে এটি যেন এক টুকরো স্বর্গ।

৬. হাইতি – ইতিহাস আর প্রাণের দেশ: ৯০ দিন ভিসা ছাড়া থাকার সুযোগ দিচ্ছে হাইতি। এটি বিশ্বের প্রথম কালো জনগোষ্ঠীর স্বাধীন রাষ্ট্র। আর ক্যারিবিয়ান অঞ্চলের সংস্কৃতি, সংগীত, ও জীবনযাপন—এক কথায় অনন্য।

৭. জামাইকা – রেগে আর রংয়ের দেশ: ছয় মাস ভিসা ছাড়া থাকতে পারবেন জামাইকায়! প্রতি বছর প্রায় ২২০টির মতো উৎসব হয় এখানে। বব মার্লের দেশ, যেখানে সংগীতের সঙ্গে ছুটি যেন প্রতিদিনের বাস্তবতা।

৮. নেপাল – পাহাড়ের কোলে শান্তি: বাংলাদেশিরা শুধু একটি অন-অ্যারাইভাল পারমিট নিলেই নেপাল ভ্রমণ করতে পারেন। জানেন কি? পৃথিবীর ১০টি উচ্চতম পর্বতের মধ্যে ৮টিই নেপালে! পাহাড়প্রেমীদের জন্য আদর্শ গন্তব্য।

৯. সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস – স্বচ্ছ জলের রাজ্য: এখানে বাংলাদেশিরা ৩০ দিন ভিসা ছাড়াই থাকতে পারেন। এই শান্ত দ্বীপে রয়েছে দারুণ স্কুবা ডাইভিং ও স্নোরকেলিংয়ের সুযোগ। জল এতই স্বচ্ছ, নিচের প্রবাল রিফ পর্যন্ত দেখা যায়।

১০. মাইক্রোনেশিয়া – প্রশান্ত মহাসাগরের গোপন সৌন্দর্য (স্পেশাল দেশ!) : এটি সেই স্পেশাল দেশ যার কথা শুরুতেই বলেছিলাম। মাইক্রোনেশিয়াতে বাংলাদেশিরা ৩০ দিন ভিসা ছাড়াই থাকতে পারেন। ছোট ছোট প্রাকৃতিক দ্বীপের এই দেশটিতে রয়েছে ৬০০টিরও বেশি দ্বীপ, যার বেশিরভাগ এখনও প্রায় অক্ষত, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।

তাহলে অপেক্ষা কিসের?
বিশ্বাস হচ্ছে না তো? বাংলাদেশি পাসপোর্টেও রয়েছে এমন দারুণ সব সুযোগ! এখনই প্ল্যান করুন আপনার পরবর্তী অ্যাডভেঞ্চার।

অন-অ্যারাইভাল ভিসা বলতে কী বোঝায়?
অন-অ্যারাইভাল মানে আপনি আগে থেকে দূতাবাসে গিয়ে কাগজপত্র জমা না দিয়েও দেশে পৌঁছে এয়ারপোর্টেই ভিসা নিতে পারবেন। সাধারণত একটু ফি দিয়ে সঙ্গে সঙ্গে সেই দেশের অনুমতি পেয়ে যাবেন। সহজ, ঝামেলা মুক্ত আর দ্রুত।

এই ১০টি দেশের মধ্যে আপনার স্বপ্নের গন্তব্য কোনটি? কমেন্টে লিখে জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়