শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২২, ০২:১২ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২২, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষানবিশ থেকে যেভাবে জেনারেল মোটরসের সিইও

মেরি বারা

অনলাইন ডেস্ক: মাত্র ১৮ বছর বয়সে কো-অপ স্টুডেন্ট হিসেবে জেনারেল মোটরসে (জিএম) কাজ শুরু করেন মেরি বারা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় তাকে। অতি দ্রুত ধরা দিয়েছে সাফল্য। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করছেন তিনি।

১৯৮০ সালে শিক্ষানবিশ হিসেবে জিএমের সঙ্গে পথচলা শুরু করেন মেরি। সেই সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে যান। জেনারেল মোটরস ইনস্টিটিউট (এখন কেটেরিং ইউনিভার্সিটি) থেকে স্নাতক করেন। পরে জেনারেল মোটরসের ফেলোশিপ নিয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন তিনি।

ধীরে ধীরে পেশাগত কাজেও দক্ষ হয়ে ওঠেন মেরি। তাকে স্বীকৃতি দিতেও মোটেও কার্পণ্য করেনি জিমএম। ২০১৪ সালে প্রতিষ্ঠানটির সিইওর দায়িত্ব পান তিনি।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তিনটি অটোমোবাইল কোম্পানি হলো জেনারেল মোটরস, ফোর্ড ও ফিয়াট-ক্রিসলার। একসঙ্গে বিগ থ্রি নামে পরিচিত এ তিন প্রতিষ্ঠান।  এর মধ্যে একমাত্র নারী সিইও মেরি। শুধু তাই নয়, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সিইওদের মধ্যে তার বেতনই সবচেয়ে বেশি। 

সময়ের পরিক্রমায় বিশ্বব্যাপীও স্বীকৃতি পান মেরি। ২০১৮ সালে তাকে বিশ্বের চতুর্থ প্রভাবশালী ব্যক্তি হিসেবে খেতাব দেয় বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। ২০২১ সালে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও স্থান পান তিনি।

কীভাবে সফল লিডার হলেন? জবাবে মেরি বলেন, কৃতিত্ব কখনও একার হয় না। পুরো টিমকে কৃতিত্ব দিতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়