শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪৮ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বানানের জগতে অরাজকতার জন্ম দিলেন কারা!

সাইফুদ্দিন আহমেদ নান্নু

সাইফুদ্দিন আহমেদ নান্নু: বাংলা একাডেমির কর্তারা হয়তো এই একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্য, উদ্দেশ্যগুলোই পড়েননি। তারা তাদের মূল কাজ ছেড়ে সবচেয়ে জরুরি এবং বড় কর্ম, ধ্যান-জ্ঞান হিসেবে আঁকড়ে ধরেছেন বাংলা একাডেমি পদক দেওয়া এবং একুশের বইমেলার আয়োজন করাকে। অথচ এ দুটো কাজের একটিও বাংলা একাডেমি প্রতিষ্ঠার মূল লক্ষ্য, উদ্দেশ্যের মধ্যে নেই।  
আরেকটা কাজ তারা সোৎসাহে করেন, সেটি হলো বানান সংস্কার বা শুদ্ধিকরণ বটিকার চাষাবাদ।

এই চাষাবাদ প্রজেক্ট বাংলা বানানে শৃঙ্খলা প্রতিষ্ঠার চেয়ে অরাজকতারই জন্ম দিয়েছে কিছু মুখ চেনা হাতুড়ে ডাক্তার দিয়ে। যা বানানের জগতে অরাজকতার জন্ম দিয়েছেন। বড় সাহিত্যিক, বড় প্রাবন্ধিক হলেই বানানে হাত দেবার অধিকার, যোগ্যতা অর্জিত হয় না। বানান সংস্কার করার এখতিয়ার, যোগ্যতা কেবল ভাষাবিজ্ঞানী, ভাষা তাত্ত্বিক, ব্যাকরণ বিশারদদের। বাংলা একাডেমির বানান সংস্কার কমিটিতে ভাষাবিজ্ঞানী, ভাষাতাত্ত্বিক পেতে হলে মাইক্রোস্কোপ লাগে।

বাংলা একাডেমির উচিত তার প্রতিষ্ঠার মূল লক্ষ্য নিয়ে কাজ করা। একুশের বইমেলা আয়োজনের আর সাহিত্য পুরস্কার প্রদানের দায়িত্ব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দেওয়া। কিন্তু জান গেলেও তারা তা ছাড়বে না, ছাড়লে যে  দমবন্ধ হয়ে মারা যাবে। সম্ভবত এই প্রতিষ্ঠানটি তার গঠনতন্ত্র মেনে পূর্ণাঙ্গ কমিটিও করেনি প্রায় দুই যুগ। বছরের পর বছর এডহক কমিটি দিয়েই সবকিছু ম্যানেজ করে চলছে। ফেসবুকে ১২-২-২০২৪ প্রকাশিত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়