শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ১৮ জুন, ২০২২, ০১:৩৮ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২২, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোমার সাথে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে, আমার মুক্তি চাই

আখি ভদ্র

আখি ভদ্র: একদিন যে মানুষ নানা ছুতোয় আপনাকে এক পলক দেখার জন্য প্রতিদিন অনুনয় করে বাসা থেকে বের করে নিয়ে যাবে, সেই একই মানুষ কিছুদিন পর আপনি একপলক তাকে দেখতে ছুটে যেতে চাইলে সে বলবে- দুইদিন অপেক্ষা করো আবারতো দেখা হবেই! আজকে আমি ব্যস্ত।

একদিন যে মানুষ আপনার উদাসীনতায় কষ্ট পেয়ে বলবে, আমার জন্য তোমার কোনো মায়া নাই, একদিন একফোঁটা চোখের পানি ফেলসো আমার জন্য!.....আজ আপনি সারাদিন চোখের পানি নাকের পানি একখানে করে তাকে কাছে পেতে চান সে বলবে- সারাদিন এমন প্যানপ্যান করলে ভাল্লাগে!! কথায় কথায় এত ফ্যাচফ্যাচ করে কান্দো ক্যান?

একদিন যে মানুষ আপনার চঞ্চলতা, অবুঝের মত পাগলামী দেখে বলবে এটাই আমার খুব ভাল্লাগে, খুব প্রাণ, দারুন মোহ, তুমি কিন্তু একটুও বদলাবে না। সেই একই মানুষ কিছুদিন পর বলবে-

তোমার আচার আচরণ দেখলে মনে হয় তুমি মানসিক বিকারগ্রস্ত মানুষ, পারলে আমার কাছে ঘ্যানঘ্যান না করে মানসিক রোগের চিকিৎসা করাও যাওতো। একদিন যে মানুষ আপনাকে বলবে "তুমি ছাড়া পথ চলতে কষ্ট হয়, আমার খুব কষ্ট হয় এক মুহুর্ত তুমি ছাড়া থাকতে"। সেই মানুষটাই আপনাকে অবাক করে দিয়ে বলবে-

তোমার সাথে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে, আমার মুক্তি চাই। এভাবেই দিন বদলে যায়। এভাবেই মানুষগুলো পাল্টে যাই। নিজেই জানিনা আমরা আসোলে কি চাই। কিসে যে শান্তি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়