শিরোনাম
◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:৩৬ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্ঞানচর্চার চারটি ধারা: জেরুজালেম, এথেন্স, কর্ডোভা আর রোম 

শিশির ভট্টাচার্য্য

শিশির ভট্টাচার্য্য: জ্ঞানচর্চার চারটি ধারা: জেরুজালেম, এথেন্স, কর্ডোভা আর রোম। জেরুজালেম বলে, তুমি যাই আবিষ্কার করো না কেন, সব আসলে ধর্মগ্রন্থে আছে। তুমি শুধু চাকা পুনরাবিষ্কার করছো। জ্ঞানের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরকে জানা, আর কিছু নয়। কর্ডোভা বলবে, আল্লাহ সৃষ্টির সর্বত্র প্রকাশিত হয়ে আছেন। তুমি গবেষণা করে তাঁকে জানার চেষ্টা করো। এথেন্স বলবে, জ্ঞানের জন্যেই জ্ঞান। জ্ঞানচর্চার কোন উদ্দেশ্যেও প্রয়োজন নেই। এর প্রয়োগ আছে কি নেই তা ভেবে জ্ঞানচর্চা করা চলে না। প্রয়োগ থাকলে ভালো, না থাকলেও কিছু এসে যাবে না। রোম বলবে, সেই জ্ঞানই দরকার যা কাজে লাগবে। কিছু জেরুজালেম থেকে নাও, কিছু নাও এথেন্স থেকে, দুটির কমবেশি গোঁজামিল দিয়ে নোটবই লিখে বাজারে ছেড়ে দাও। ছেলেমেয়েরা মুখস্থ করে পাস করে, চাকরি পেয়ে কাজ চালিয়ে নেবে, তোমারও টু-পাইস পকেটে আসবে। জেরুজালেমের উদাহরণ ধর্মগুরুদের কথাবার্তা। এথেন্সের সবোর্ত্তম উদাহরণ সক্রেটিস।রোমের উদাহরণ: আধুনিক কালের কমপিউটার ইঞ্জিনিয়ার আর এমবি. এর দল। কর্ডোভা আর এথেন্সের ঐতিহ্য কবেই হারিয়ে গেছে। এই চারটি শিক্ষা-দর্শনের কারিকুলামও আলাদা হবে।  ফেসবুকে ১০-১২-২৩ প্রকাশিত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়