শিরোনাম
◈ শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতা, অর্থ যেত বাংলাদেশ ও সিরিয়ায়: মালয়েশিয়ার আইজিপি ◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ১৭ আগস্ট স্প‌্যা‌নিশ লা লিগা শুরু, প্রথম দি‌নেই পৃথক ম‌্যা‌চে  রিয়াল ও বা‌র্সেলোনা মা‌ঠে নাম‌বে

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৩:২৩ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাতে কি আগের অর্জিত সব গৌরব ধুলোয় মিশে যায়?

গৌতম চক্রবর্তী:

গৌতম চক্রবর্তী: গত ১১টা ম্যাচে ১০টা জিত। দুনিয়ার প্রতিটি দলকে রীতিমতো নাকানি-চোবানি খাইয়ে জিতেছে আমাদের টিম। হ্যাঁ, ফাইনালে পারেনি। হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে। যে অস্ট্রেলিয়াকে লিগ ম্যাচে আরাম করে হারিয়েছে। শুধু ফাইনালটা হেরে গেলো। তাতে কি আগের অর্জিত সব গৌরব ধুলোয় মিশে যায়? এই দলটাই তো আমাদের স্বপ্ন দেখিয়েছে নিজেদের পারফর্মেন্স দিয়ে। এই দলটাই তো ভেঙে গুঁড়িয়ে জিতেছে প্রতিটি খেলা, ফাইনালের আগে পর্যন্ত। এই দলটাই তো কাঁপন ধরিয়ে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। একটা ম্যাচ দিয়ে কোনো টিমের হিসাব হয় না, হওয়া উচিত নয়। 

ফাইনালে হেরেছে বলে খেলোয়াড়দের গালি প্রাপ্য হয় না। বরং এই অবধি আসার জন্য ধন্যবাদ প্রাপ্য হয়। আমাদের অসাধারণ খেলা উপহার দেবার জন্য ভালবাসা প্রাপ্য হয়। প্লেয়ারদের পাশে থাকুন। এরাই আগামীতে অনেক অনেক সম্মান এনে দেবে দেশ তথা আমাদের। অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর অভিনন্দন, এতোদূর পর্যন্ত পৌঁছানোর জন্য। আগামীতে এই আক্ষেপও মিটবে, এদেরই উত্তরসূরিদের হাত ধরে। লাভ ইউ বয়েজ। বিদ্র : আমি মরশুমি ক্রিকেট প্রেমী নই। ক্রিকেট খেলাটা অন্তর থেকেই ভালোবাসি। আমাদের সব প্লেয়ার নিজের ১০০ শতাংশ দিয়েছে গোটা টুর্নামেন্টে, দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে আমাদের। এটা জানি বুঝি বিশ্বাস করি। বেকার প্লেয়ারদের খিস্তিয়ে নিজেকে ছোট করবেন না। একটা অঘটনে আমাদের টিম খারাপ হয়ে যায় না। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়