শিহাব আহমেদ শাহীন: মাতাপিতার প্রতি সন্তানের ১৪টি হক। তাঁরা জীবিত থাকাকালীন ৭টি হক; [১] তাদের সম্মান রক্ষা করা, [২] তাদের ভালোবাসা, [৩] তাদের আনুগত্য করা, [৪] তাদের খেদমত করা, [৫] তাদের অভাব মোচন করা, [৬] তাদের আরাম-আয়েশের প্রতি যত্নবান থাকা, [৭] মাঝে মাঝে তাদের দেখতে যাওয়া। তাঁদের ইন্তেকালের পর ৭টি হক: [১] তাদের মাগফেরাতের দুআ করা, [২] তাদের উদ্দেশ্যে সৎকর্মের ছওয়াব প্রেরণ করা, [৩] তাদের বন্ধুমহলের ও নিকটতমদের সম্মান করা, [৪] তাদের বন্ধুমহলকে ও নিকটতমদেরকে সাহায্য সহযোগিতা করা, [৫] তাদের ঋণ ও আমানত পরিশোধ করা, [৬] তাদের (শরিয়ত সম্মত) অসিয়ত কার্যকর করা, [৭] মাঝে মাঝে তাদের কবর যিয়ারত করা। ফেসবুকে ১৩-১০-২৩ প্রকাশিত হয়েছে।