মাসুদ রানা: বাংলাদেশের রাজনৈতিক সঙ্কটের একটি জেনেসিস প্রয়োজন। জেনিসিস মানে কোনো কিছুর মূল বা জন্মবৃত্তান্ত। যাহোক, আমি মনেকরি, মাল্টিডিসিপ্লিনারি পার্স্পেক্টিভ থেকে এই জেনেসিস হওয়া প্রয়োজন। আমার ধারণা, আমরা যখন আমাদের সঙ্কটটি সর্বতোভাবে সম্যকরূপে বুঝতে পারবো, তখন এ-সঙ্কট নিরসনে কী করণীয়, তা স্পষ্ট হয়ে উঠবে। আর, এটি দু’ভাবে হতে পারে। একটি হতে পারে যে, সঙ্কট নিয়ে চিন্তিত রাষ্ট্রচিন্তকেরা ব্যক্তিগতভাবে সঙ্কটের স্বরূপ তুলে ধরতে পারেন এবং এর উৎপাদক কারণসমূহ ব্যাখ্যা করতে পারেন। এর মধ্যে যেটি সবচেয়ে ভালো ‘সেন্স মেইক’ সেটিই গ্রহণযোগ্য হবে।
আর, এর বিকল্প হিসেবে কোনো এক প্রাজ্ঞ সাংবাদিক উদ্যোগী হয়ে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বর্ণালী থেকে সবাইকে একে-একে কিংবা সম্মিলিতভাবে ডেকে প্রশ্নোত্তরের মাধ্যমে সঙ্কটের স্বরূপ ও কারণ সম্পর্কে ধারণা গড়ে তুলতে পারেন। সঙ্কট চিহ্নিত হওয়ার পর আমাদের কাজ হবে নিরসনের পদক্ষেপে জাতীয় ঐক্যমত গড়ে তুলে তা কার্যকর করা। অন্যথায়, আমাদেরকে একটি নৈরাজ্যের মধ্যে প্রবেশ করতে হব, বিশেষতঃ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাসংযুক্ত বর্তমানের বিশ্ব পরিস্থিতিতে। লণ্ডন, ইংল্যাণ্ড