মাসুদ রানা, ফেসবুক থেকে: যৌবনে যিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা কিংবা স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা - যাই বলুন না কেনো, তাঁর শারীরিক অসুস্থতা হেতু দাঁড়ানোর অক্ষমতা দেখিয়ে ফেইসবুকে ভিডিও ক্লিপ প্রকাশ ও প্রচার করে আপনারা কী বুঝাতে বা অর্জন করতে চান?
আপনারা কেনো মানুষের দুর্বল ও অসহায় অবস্থা প্রদর্শন করেন? আপনাদের কীভাবে বুঝাবো যে, মানুষের দুর্বলতার মুহূর্তগুলো প্রচার করা মোটেও ঠিক নয়।
প্লীজ আপনারা এগুলো করবেন না! এগুলো বন্ধ করুন! এগুলো মোটেও উপভোগ্য নয়। এতে তাদের ইন্ডিগনিটি বা অমর্য্যাদা হয়। সভ্য সমাজে এগুলো এ-চর্চা নেই। চলুন আমরাও সভ্য হই!
২৬/০৫/২০২৩
লণ্ডন, ইংল্যাণ্ড