শিরোনাম
◈ সেপ্টেম্বরে নেপা‌লের বিরু‌দ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, হামজা ও সামিতকে দ‌লে পাওয়ার সম্ভাবনা কম ◈ জুলাই যোদ্ধা নারীরা নতুন যুদ্ধের মুখোমুখি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল!

প্রকাশিত : ২১ মে, ২০২৩, ০৩:২৮ রাত
আপডেট : ২১ মে, ২০২৩, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালনের গান বা কবিতার বুদ্ধি সমস্যা 

ব্রাত্য রাইসু

ব্রাত্য রাইসু: বাঙালি কবি, বুদ্ধিজীবী, ধর্মগুরু, সাধক ও সংস্কারক ফকির লালন শাহ (১৭৭৪-১৮৯০) এর কবিতা। অর্থাৎ গানের বাণী বুদ্ধিনির্ভর, তাই কিছুটা সমস্যা তৈরি করে। যেমন গানের কথাগুলোরে আপনি যদি কবিতা হিসাবে ধরেন, তবে কিছু অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতার সামনে পড়বেন। কিছু রহস্যপূর্ণ বিষয় ও ভাবের অবতারণা পাইবেন, যা ধাঁধাঁ তৈরি করবে আপনার মধ্যে। কিন্তু কী সেই ধাঁধাঁর উত্তর সে জানা তো দূরের বিষয়, ধাঁধাঁর মধ্যে প্রশ্নটা যে কী তাই আপনার বোঝা হবে না। সুরের মায়াজাল আপনার কবিতার উপলব্ধিকে যতটুকু সাপোর্ট দিবে এই কবিতাগুলো ততোটুকুই বোধ তৈরি করবে আপনার মধ্যে। খণ্ড খণ্ড বোধ, খণ্ড খণ্ড সত্যের ইঙ্গিত। এবং লাইফ স্টাইল মোটিভেশন ও উপদেশাবলি।

আর যদি আপনি বুদ্ধিগত বিবেচনায় যান, কবিতাগুলোকে পদ্য ধইরা এর আইডিয়া বা বুদ্ধিগত কারিকুরি বুঝতে চান, তাইলেও আপনি ফেইল করবেন। কারণ যেই দেহবাদী গোত্রের প্রতি এই সমস্ত গানের বাণী নিবেদিত তাদের কাছে এর যেই বুদ্ধিগত ব্যাখ্যা জমা আছে, সেইটাই কবিতাগুলোর চূড়ান্ত বা ফিক্সড ব্যাখ্যা। কবিতা যেমন অসীম অর্থ উৎপাদন করতে পারে ভোক্তা অনুসারে, লালনের গানে তা নিষেধ। এগুলো বরং অসীম অনর্থ তৈরি করতে সক্ষম। যদি না আপনি লালনের ঘরের লোকদের দ্বারস্থ হন। 

লালনের দেহবাদী ভোক্তারাই তার গানের আসল তফসিরকারী। তাদের কৃত অর্থই আপনার খাইতে হবে। তার আগে সবই না-অর্থ। এইটাই লালনের গানের বড় সমস্যা। ‘শুনতে মধুর, তবে বুঝতে নাই’ সমস্যা। এমনিতে যা আপনি বুঝবেন না তা থিকাও আধ্যাত্মিক পরিপূর্ণতা ও আনন্দ পাইতে পারেন। সে আনন্দ লালনে বিস্তর। লেখক: কবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়