রৌশান হক (ফেসবুক): দেশের শহর ।দশের শহর । ভাবের শহর ।প্রাণের শহর। জ্যাকসন হাইট আমাদের ঢাকা শহর। আমেরিকায় আসলেন আর জ্যাকসন হাইট আসলেন না মানেই আপনার আশা পূরণ হইল না। জীবন বৃথাই বলতে পারেন। ঢাকার মতো বাংলাদেশ সকল জেলার মানুষের দেখা আপনি এই এক জায়গায় পাবেন।
জেকসন হাইটসের ৭৩ স্ট্রিট বাংলাদেশীদের পদচারণায় সদা মুখর । অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক। নিউইয়র্ক সিটি আজকের স্বাধীনতা দিবসকে সামনে রেখে যার বাংলাদেশ স্ট্রিট নামকরণ করেছে ।
বিশেষ দিনে বিশেষ উপহার।
এ আমাদের কাছে অনেক গর্বের।
অগ্রজ আপনাদের সকলকে ধন্যবাদ, যারা আগে এসে অনেক ঘাম ঝড়িয়ে নিউইয়র্কে আমাদের চলার পথ মসৃণ করে দিয়েছেন। এই নামকরণের পেছনে যারা শ্রম ও মেধা দিয়েছেন তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।।