শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৩:২৯ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের গালাগালি, কেন!

নিয়ন মতিয়ুল

নিয়ন মতিয়ুল: দুবাই প্রবাসী রহস্যময় স্বর্ণ ব্যবসায়ী এক ভিডিও সাক্ষাৎকারে যে ভাষায় সাংবাদিকদের গালাগালি দিয়েছেন তা বিরল অস্বস্তিকর। তবে শঙ্কায় বাড়ায় গালাগালির পক্ষে করা নেটিজেনদের মন্তব্যগুলো। মনে হচ্ছে, সাংবাদিকরা এখন সর্বজনীন ঢালাও আক্রমণের শিকার। হোক সেটা ব্যবসায়ী, নেতা, আইন-শৃঙ্খলাবাহিনী। কিন্তু কেন? সাংবাদিকদের ‘জ্ঞানদান’ করতে গিয়ে মন্ত্রীদের করা কিছু মন্তব্য কি এই ‘কেন’র উত্তর দিতে পারে? যেমন, কয়েক মাস আগে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ছিলো, ‘দেশে যারা সাংবাদিকতা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে। তাদের পরিপক্কতা দরকার’। গেলো মাসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বললেন, ‘তোমার যদি একটা ব্যাকগ্রাউন্ড না থাকে, কালকে বলে দিলা তুমি সাংবাদিক। তার মানে তোমাদের কোনো স্টান্ডার্ড নাই’।

অবশ্য প্রায় এক দশক আগেও যে পরিস্থিতি একই ছিলো তা জানা যায়, ২০১৪ সালে তৎকালীন সমাজকল্যাণমন্ত্রীর (বর্তমানে প্রয়াত) বক্তব্য থেকে। সাংবাদিকদের ধমক দিয়ে মন্ত্রী বলেছিলেন, ‘আপনার যা খুশি তাই দেখাবেন, বারবার দেখিয়ে সেন্টিমেন্ট তৈরি করবেন। আপনাদের জন্য এমন আইন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে আপনাদের স্বাধীনতাই থাকবে না’। সাংবাদিক আর সাংবাদিকতার এমন অসহায় অবস্থার মধ্যেই সম্প্রতি পিআইবি মহাপরিচালক বিস্ফোরক মন্তব্য করলেন, ‘আমরা অনেক মিডিয়া তৈরি করেছি, কিন্তু সাংবাদিক তৈরি করতে পারিনি। দেশে প্রেসক্লাবে অনেক লোক আছে যারা কলম চালাতে জানে না’। মহাপরিচালক আরও বললেন, ‘ঢাকার সাংবাদিকতার মান খুবই নিম্ন। সিন্ডিকেট সাংবাদিকতা তৈরি হয়েছে’।

বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকদের হতাশাজনক পোস্টের ছড়াছড়ি দেখা যাচ্ছে। অনেক হাউজে কর্মীদের ওপর হাত তোলার মতো ঘটনাও ঘটছে। অনেকে ক্ষোভ, দুঃখ, অপমানে পেশা ছাড়ার ঘোষণাও দিচ্ছেন। কেউ কেউ ইতোমধ্যে পেশা পরিবর্তনও করে ফেলেছেন। কারও কারও প্রশ্নÑ পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন কি হবে? সম্মানজনক অবস্থায় কি ফিরবে গণমাধ্যম? (গণমাধ্যম ভাবনা: ২১ মার্চ, ২০২৩। এলিফেন্ট রোড, ঢাকা)। লেখক: সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়