আনিস আলমগীর: বুর্জ খলিফা টাওয়ারের ৬৫ তলায় ফ্ল্যাট কিনে কী মজা আছে। আমার তো পাঁচতলার উপরে থাকতে ইচ্ছে করে না, যেখান থেকে গাছপালা, মাটি দেখা যায় না, সেখানে থাকা আর একটা বদ্ধ ঘরে থাকার মধ্যে পার্থক্য কোথায়। আমি সর্বোচ্চ ৩২ তলায় থেকেছিলাম কয়েক রাত। হালকা-পাতলা অ্যাক্রোফোবিয়া (উচ্চতাভীতি) আছে আমার, কিন্তু তার থেকেও তখন মিস করেছি জানালা খুলে গাছপালা দেখা। পাখির চোখে দুনিয়া দেখে মজা নাই।
যাক, সাকিব আল হাসান বুর্জ খলিফার ৬৫ তলার বাসিন্দা আরাভ খানের সঙ্গে দুবাই গিয়ে দেখা করার সূত্রে আমরা এখন রবিউল ইসলাম তথা আরাভের রাজকীয় জীবনের অনেক কাহিনী শুনছি, পত্রিকার মাধ্যমে জানতে পারছি দেশে থাকতে তার খুন-খারাপের অন্ধকার কাহিনীও। কিন্তু একটি কাহিনী কেউ বলছে না, কোটালীপাড়ার আরাভ খানের আলাদিনের চেরাগের সেই দৈত্যটা কে? আর শুধু সাকিবের যাওয়া নিয়ে আলোচনা হচ্ছে কেন, নকল ছবির পরিচালক, ভাঁড় উপস্থাপক দেবাশীষ বিশ্বাস সম্পর্কে কেউ কিছু বলে না কেন। ডিবি শুধু সাকিবকে জিজ্ঞেস করবে, দেবাশীষ বাদ। এই দেবাশীষের প্রতারণা, দুই নাম্বারি, সাপ্লাই কাহিনী মিডিয়া পাড়ার সবাই তো জানে। আরাভ খানের সঙ্গে কলকাতার সিনেমা পট্টির ঘনিষ্ঠ যোগাযোগ ভারতে থাকাকালীন সময়ে, সেটা মিডিয়ায় এসেছে। ঢাকার সিনেমা পল্লীর সঙ্গে তার যোগাযোগ কার সূত্রে? লেখক: সিনিয়র সাংবাদিক। ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :