শিরোনাম
◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৫৪ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাচীন সভ্যতা-সমূহ

অধ্যাপক ডা. মো. তাইজুল ইসলাম

অধ্যাপক ডা. মো. তাইজুল ইসলাম: [১] আজ থেকে প্রায় সাড়ে সাত হাজার বছর আগে পৃথিবীর প্রথম সভ্যতার ভূমি হয়ে উঠে আজকের ইরাক দেশের (আগেকার মেসোপোটেমিয়া) দজলা-ফোরাত নদীর (ইউফ্রেটিস-টাইগ্রেস) তীরে পলিমাটিতে গড়া বাঁকা চাঁদ আকারের সুমের অঞ্চলে। সুমের থেকেই ‘সুমেরীয় সভ্যতা’।

[২]  প্রথম গ্রামটি গড়ে উঠেছিলো, ‘আল ইউবেইদ’ নামক অঞ্চলে। প্রায় সাড়ে সাত হাজার বছর আগে এই ‘ইউবেইদ সংস্কৃতি’ গড়ে উঠে। নলখাগড়ার গাছগাছালি ও কাদামাটি দিয়ে তারা ঘর বানাতো। কৃষি কাজে ব্যবহার করতো কাস্তে ও ছুড়ি। পাওয়া গেছে রঙিন মাটির পাত্র ও পাথরের মূর্তি। 

[৩]   এরই  দক্ষিণে গড়ে উঠে ‘ইউরুক সংস্কৃতি’ ওয়ারকা নামক স্থানে। তারা দেওয়ালের গায়ে নজরকাড়া ছবি ও আকতো।

[৪] তবে নগর সভ্যতা গড়ে উঠে প্রায় ৬ হাজার বছর আগে। সুমের লোকেরা কৃষি কাজে ক্রমাগত উন্নতি করতে লাগার কারণে কৃষি জমির কাছাকাছি ছোট ছোট শহর তৈরি করতে শুরু করলো। রোদে শুকনো ইট দিয়ে দেওয়াল নির্মাণ করা হতো। নগরে ঢুকার মুখে বড় গেইট বা তোরণ নির্মাণ করত। কয়েকটি ধর্ম মন্দির ও পাওয়া গেছে। রথ ও ফসলের গাড়ি চলার জন্য বানাতো চওড়া রাস্তা। এভাবে গড়ে উঠে একটি গর্বিত সভ্যতা-সুমেরীয় সভ্যতা, যা আসলে মেসোপোটেমিয়া সভ্যতা। 

[৫] এখানে নানা পেশার মানুষ ছিল- পুরোহিত, কারিগর, বনিক, জেলে বা দাস। জমিদারদের বলা হতো ‘লুগাল’ আর ধর্মীয় পুরোহিত বা রাজাকে বলা হতো ‘পাতেজী’।

[৬] তারা নদী পথে ব্যবসা বানিজ্য ও করতো এমনকি ভারতে ও (সিন্ধু সভ্যতার সঙ্গে)। লেখক: মনোবিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়