শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০১:০৮ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাই নতুন ফুটবল

আহসান হাবিব

আহসান হাবিব: একটা সত্য কথা বলি- ফুটবল খেলাটা একঘেঁয়ে লাগছে, খেলায় কেনো নতুনত্ব নাই। সেই একই পাস, একই প্লেসিং, একই ড্রিবলিং। ল্যাটিন কিংবা ইউরোপিয়ান, এশিয়ান কিংবা মধ্যপ্রাচ্যের দলগুলো সব একই ধাঁচের খেলায় অভ্যস্ত হয়ে পড়েছে। খেলায় আর চমকপ্রদ দৃষ্টিনন্দন কিছু নাই। এটা হতে পারে আমি সেই ৮৬ থেকে খেলা দেখার ফলে। সেই ৮৬ তেই খেলার আসল মজা পেয়ে গেছি। এরপরে যত খেলা দেখেছি, খুব বেশি ভালো লাগেনি। যত সময় গেছে মনে হয় একই খেলা রিপিট হচ্ছে। তবে কিছু খেলোয়াড় তাদের শিল্পনৈপুণ্য দেখিয়ে আমাদের আকর্ষণ করে রেখেছে। কিন্তু ওই যে আগেই বলালাম তাদের খেলাও একঘেয়ে হয়ে উঠেছে। 

সংগীতে যেমন একজন শিল্পী সারাজীবন প্রায় একটাই গান গেয়ে যায়, ঠিক তেমনি। ভার্সেটাইলিটি রেয়ার হয়ে উঠেছে। এখন চাই নতুন খেলোয়াড়, নতুন টেকনিক, নতুন নৈপুণ্য। চাই অনেক ফুটবল মুহূর্ত। কয়েক সেকেন্ডের কিন্তু চোখ ধাঁধানো, অবিস্মরণীয়। যেমন ৮৬ এর বিশ্বকাপের কিছু মুহূর্ত এখনো চোখে ভাসে। ক্রিকেটের মতো ভিন্ন ভিন্ন ফর্মের ফুটবল চাই। যেমন ৩০ মিনিটের রুদ্ধশ্বাস খেলা, ৪০ মিনিটের গতিময় খেলা কিংবা ৬০ মিনিটের ছন্দময় খেলা। খেলার সময় কমিয়ে খেলাকে আকর্ষণীয় করা যেতে পারে।

এখন খেলার মান নয়, ফলাফল নির্ভর হয়ে পড়েছে। খেলা কেমন হলো তার চাইতে কে জিতলো কিংবা হারলো এই নিয়ে লাফালাফি চলছে। আমরা ফল নয়, চমৎকার খেলা চাই। আমরা চোখ ধাঁধানো খেলা চাই। ফুটবল তার একঘেঁয়ে খোলস থেকে বেরিয়ে আসুক...। লেখক: ঔপন্যাসিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়