শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০১:০৮ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাই নতুন ফুটবল

আহসান হাবিব

আহসান হাবিব: একটা সত্য কথা বলি- ফুটবল খেলাটা একঘেঁয়ে লাগছে, খেলায় কেনো নতুনত্ব নাই। সেই একই পাস, একই প্লেসিং, একই ড্রিবলিং। ল্যাটিন কিংবা ইউরোপিয়ান, এশিয়ান কিংবা মধ্যপ্রাচ্যের দলগুলো সব একই ধাঁচের খেলায় অভ্যস্ত হয়ে পড়েছে। খেলায় আর চমকপ্রদ দৃষ্টিনন্দন কিছু নাই। এটা হতে পারে আমি সেই ৮৬ থেকে খেলা দেখার ফলে। সেই ৮৬ তেই খেলার আসল মজা পেয়ে গেছি। এরপরে যত খেলা দেখেছি, খুব বেশি ভালো লাগেনি। যত সময় গেছে মনে হয় একই খেলা রিপিট হচ্ছে। তবে কিছু খেলোয়াড় তাদের শিল্পনৈপুণ্য দেখিয়ে আমাদের আকর্ষণ করে রেখেছে। কিন্তু ওই যে আগেই বলালাম তাদের খেলাও একঘেয়ে হয়ে উঠেছে। 

সংগীতে যেমন একজন শিল্পী সারাজীবন প্রায় একটাই গান গেয়ে যায়, ঠিক তেমনি। ভার্সেটাইলিটি রেয়ার হয়ে উঠেছে। এখন চাই নতুন খেলোয়াড়, নতুন টেকনিক, নতুন নৈপুণ্য। চাই অনেক ফুটবল মুহূর্ত। কয়েক সেকেন্ডের কিন্তু চোখ ধাঁধানো, অবিস্মরণীয়। যেমন ৮৬ এর বিশ্বকাপের কিছু মুহূর্ত এখনো চোখে ভাসে। ক্রিকেটের মতো ভিন্ন ভিন্ন ফর্মের ফুটবল চাই। যেমন ৩০ মিনিটের রুদ্ধশ্বাস খেলা, ৪০ মিনিটের গতিময় খেলা কিংবা ৬০ মিনিটের ছন্দময় খেলা। খেলার সময় কমিয়ে খেলাকে আকর্ষণীয় করা যেতে পারে।

এখন খেলার মান নয়, ফলাফল নির্ভর হয়ে পড়েছে। খেলা কেমন হলো তার চাইতে কে জিতলো কিংবা হারলো এই নিয়ে লাফালাফি চলছে। আমরা ফল নয়, চমৎকার খেলা চাই। আমরা চোখ ধাঁধানো খেলা চাই। ফুটবল তার একঘেঁয়ে খোলস থেকে বেরিয়ে আসুক...। লেখক: ঔপন্যাসিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়