শিরোনাম
◈ মো‌দি আমার বন্ধু, শাহবাজ উদার ম‌নের মানুষ, ভারত-পাকিস্তান সুন্দরভাবে একসঙ্গে চলবে: ট্রাম্প ◈ ১৪ মাসে ১৪ বার সদলবলে বিদেশ সফর, এবার প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ সব সরকারি কলেজে শিক্ষকদের ক্লাস বর্জন, পরীক্ষাও স্থগিত ◈ সি‌রিজ হারা‌নোর লজ্জা নি‌য়ে এবার হোয়াটওয়াশ এড়াতে আফগা‌নিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ  ◈ ঢাকা মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা জোরদার, যুক্ত হয়েছে ডিএমপির বিশেষায়িত সোয়াট টিম ◈ পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার উঠ‌লো বিশ্বকা‌পে ◈ জর্ডা‌নের স‌ঙ্গে ড্র কর‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ১৪ বছরের বৈভব পে‌লেন র‌ঞ্জি ট্রফি‌তে সহঅধিনায়কের দায়িত্ব  ◈ শিবির সমর্থিত প্যানেলের জন্য আনা ৮০০ প্যাকেট খাবার ফেরত পাঠাল রাকসু নির্বাচন কমিশন ◈ চীনের উত্থানে বদলে যাচ্ছে আঞ্চলিক অর্থনীতি: বাংলাদেশের কৌশল কী?

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৩:২৯ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পদ ধ্বংসকারীদের বাহবা দিয়ে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন

রীতা রায় মিঠু

রীতা রায় মিঠু: যে সকল সুশীলতাজীবী, যে সকল সেলিব্রিটি নিজেদের সন্তান-সন্ততি, নাতি-নাতনিদের নিরাপদ স্থানে রেখে, একটা মীমাংসিত ইস্যুকে ইলাস্টিকের মতো টেনে লম্বা করে শেখ হাসিনার পতন আন্দোলন বানিয়ে চিলের পিছে ছুটতে পছন্দ করা আবুইদ্দাদের নানাভাবে উসকে দিচ্ছেন, যে দেশ আপনাদের সুশীল বানালো, সেই দেশের সম্পদ ধ্বংসকারীদের বাহবা দিয়ে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন, বিভিন্ন মাধ্যমে বক্তিমা বিবৃতির মাধ্যমে বাংলা ব্লকেড জারি করে দেশের অর্থনীতির চাকার গতি শ্লথ করে দিতে উৎসাহ দিচ্ছেন, আপনাদের এসব নোংরামি, বজ্জাতি, হঠকারিতা, স্বেচ্ছাচারিতায় যোগ দিবো না জেনে ছেলেমেয়েদের দিয়ে আমাদের উদ্দেশে গালিগালাজ বিতরণ করছেন, হয়তো এই ঘৃণ্য কর্মকাণ্ডের তেজে আপনারা জয়ী হবেন, হয়তো বাংলাদেশের সকল মিষ্টির দোকান খালি হয়ে যাবে, আমাদের যা হয় হবে, জন্মের ঋণ ছাড়া দেশ থেকে বিনামূল্যে কিছু নিইওনি, দেশকে পেছন থেকে বাঁশও দিইনি। 

আমরা বাই বর্ন সুনাগরিক,  সুনাগরিক মাত্রেই দেশকে ভালোবাসে, দেশের সম্মান রক্ষা করার চেষ্টা করে। কিন্তু আপনারা! যারা সকালে যারে গালি দেন, আ তু তু ডাক পাইলেই তার সাথে নৈশভোজে যোগ দেন, মনে রাইখেন, প্রকৃতির কমপিউটারে আপনাদের চেহারা, নাম, বংশ পরিচয় সব ফাইল করা আছে। প্রকৃতি সময়মতো আপনাদের পাওনা সুদে আসলে মিটিয়ে দিবে। এক ১৫ আগস্টের দেনা চুকাতে চুকাতেই আপনাদের চুল পাইকা গেলো, আরেক ১৫ আগস্ট ঘটাতে চাইছেন তো, তার আগেই আপনাদের নিরাপদে থাকা সন্তান-সন্ততি, নাতি-নাতনিদের চুল দাড়ি পাইকা যাবে! এটা অভিশাপ নয়, সুপার ইন্সটিংক্ট থেকে বললাম কথাগুলো। ৩১-৭-২৪।

যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ৎরঃধৎড়ুসরঃযঁ

  • সর্বশেষ
  • জনপ্রিয়